আইপিএলে ফিরছেন বেন স্টোকস

ছবি: ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে আসছেন ইংলিশ তারকা অলরাউন্ডার বেন স্টোকস। সবকিছু ঠিক থাকলে শনিবার (৩ অক্টোবর) রাতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছাবেন তিনি।
পারিবারিক কারণে চলতি বছরের আগস্টে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন স্টোকস। বাবা অসুস্থ্য হবার কারণে সিরিজ রেখে নিউজিল্যান্ডে পরিবারের কাছে উড়ে গিয়েছিলেন এই ইংলিশ অলরাউন্ডার।

আইপিএলের চলতি আসরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন তিনি। তাঁর অনুপস্থিতিতে ইতোমধ্যেই তিন ম্যাচ খেলে ফেলেছে দলটি।
এর ভেতর চেন্নাই সুপার কিংস এবং কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে জয় পেয়েছে রাজস্থান। অপরদিকে হারকে সঙ্গি করে মাঠ ছাড়তে হয়েছে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে।
আরব আমিরাতে এসে ৬ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে স্টোকসকে। এর ভেতর দুই বার করোনা পরীক্ষায় নেতিবাচক প্রমাণিত হলেই যোগ দিতে পারবেন দলের সঙ্গে।
আশা করা যাচ্ছে দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে আগামী ১৪ অক্টোবর মাঠে দেখা যেতে পারে এই ইংলিশ তারকাকে।