promotional_ad

১৪ দিন রুমে থেকে শ্রীলঙ্কা সিরিজ সম্ভব নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী

ছবি: ক্রিকফ্রেঞ্জি, তানভিন তামিম
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


শ্রীলঙ্কা সরফে যেতে হলে বাংলাদেশ ক্রিকেট দলকে কঠোর কোয়ারেন্টাইন মেনে চলতে হবে। লঙ্কা বোর্ডের দেয়া স্বাস্থ্যবিধি অনুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টাইনে বাধ্যতামূলকভাবে থাকতে হবে তামিম-মুমিনুলদের। বের হতে পারবেন না রুমের বাহিরে।


কিছুদিন আগে লঙ্কা ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের জের ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সাফ জানিয়ে দিয়েছিলেন এই বিধিনিষেধ মেনে শ্রীলঙ্কা সফর সম্ভব নয়। এরপর ফের দুই বোর্ড আলোচনায় বসে বিধিনিষেধের শিথিলতা নিয়ে।


কিন্তু শ্রীলঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয় কোনো প্রকারে শিথিলতা আনতে নারাজ। সেই সঙ্গে লঙ্কান ক্রিকেটের সর্বোর্চ নিয়ন্ত্রক সংস্থা থেকে হুশিয়ারি আসে কোভিড বিধি মানতে না পারলে সিরিজ বাতিল করে দেয়ার।



promotional_ad

এই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থেকে সিরিজ খেলা বাংলাদেশের পক্ষে সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিলেন বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সেই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন আজকের ভেতরই সিদ্ধান্ত আসবে লঙ্কা সফর নিয়ে।


রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই মন্তব্য করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।


তিনি বলেন, 'আমাদের ক্রিকেট বোর্ডের সংগে  যোগাযোগ হচ্ছে নিয়মিত। সফর নিয়ে আমরা খুবই আগ্রহী। ১৪ দিন রুমে থেকে শ্রীলংকা সিরিজ সম্ভব নয়। একটা প্লেয়ার যদি ১৪ দিন রুমে থাকে তাহলে হয় না।'


'আমরা বলেছি হোটেলে কিছু সুবিধা দিতে। জিম ফ্যাসিলিটিজ, সুইমিংপুল সুবিধা দেওয়া হোক। আশা করি আজকের মধ্যে আমরা একটা মেসেজ পাব।'



এদিকে সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সব কিছু বাংলাদেশের অনুকূলে হলে আগামী ৭-১০ অক্টোবরের ভেতর দেশ ছাড়বে লাল সবুজের প্রতিনিধিরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball