promotional_ad

ডিন জোন্সের মৃত্যুতে বিশ্ব ক্রিকেটে শোকের ছায়া

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার কিংবদন্তী ক্রিকেটার ডিন জোন্স হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মুম্বাইয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


জোন্সের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বীশ্ব ক্রিকেটাঙ্গন জুড়ে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্বের খ্যাতনামা সব ক্রিকেটাররা।


ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার জোন্সের মৃত্যুতে শোক প্রকাশ করে টুইটারে লিখেছেন, 'ডিন জোন্সের মৃত্যুসংবাদে প্রচন্ড কষ্ট হচ্ছে। আমার ক্রিকেট ক্যারিয়ারের প্রথম অস্ট্রেলিয়া সফরে তার বিপক্ষে খেলার সুযোগ পেয়েছিলাম। তিনি আমার প্রিয়দের একজন। এমন চমৎকার একজন মানুষ অকালে চলে গেলেন! আমি তাঁর আত্মার শান্তি কামনা করছি।'


promotional_ad

শোক প্রকাশ করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও। তিনি লিখেছেন, 'ডিন জোন্সের এমন হৃদয়বিদারক মৃত্যুসংবাদ শুনে আমি বিস্মিত। তাঁর পরিবার এবং কাছের মানুষেরা যাতে এই শোক কাটিয়ে উঠতে পারেন, তার জন্য আমার প্রার্থনা।'


ভারতের সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষণ লিখেন, 'ডিন জোন্স আর নেই! এটি খুবই ভয়ানক খবর! তাঁর পরিবারের জন্য আমার সমবেদনা।'


সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেবাগ টুইট করেন, 'জোন্সের মৃত্যুসংবাদ পেয়ে ভীষণ কষ্ট পেয়েছি। আমি এখনও এটা বিশ্বাস করতে পারছি না যে তিনি আর নেই। আমার প্রিয় ধারাভাষ্যকারদের ভেতর তিনি ছিলেন অন্যতম। আমার অনেক মাইলফলক ছোঁয়ার মুহূর্ত তার ধারাভাষ্যে উঠে এসেছিল। তাঁর সঙ্গে অনেক স্মৃতি মনে পড়ছে। তাঁকে অনেক মনে পড়বে।'


অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ লিখেছেন, 'এটা ভয়াবহ দুঃসংবাদ পেলাম। মুম্বাইয়ে ডিন জোন্স মারা গেছেন। তিনি অস্ট্রেলিয়ার অসাধারণ একজন ক্রিকেটার ছিলেন। অবশ্যই তাকে আমরা মিস করব। তাঁর পরিবারের জন্য আমার সমবেদনা। শান্তিতে ঘুমাও ডিনো।'


ক্রিকেট থেকে অবসর নিয়ে ধারাভাষ্যকার হিসেবে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন জোন্স। টার স্পোর্টসের কমেন্ট্রি প্যানেলে ছিলেন তিনি। চলমান আইপিএলে তাকে নিয়মিত ধারাভাষ্য দিতে দেখা গেছে স্টার স্পোর্টসে।


বৃহস্পতিবার সকালে বুকে ব্যথা অনুভব হওয়ার পর জনপ্রিয় এই ধারাভাষ্যকারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বমি করেন। হাসপাতালেই মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মেনে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই অজি ক্রিকেটার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball