promotional_ad

এবার আইপিএল না জিতলে আরও ৫ বছর আক্ষেপ করবেন ডি ভিলিয়ার্স

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


এখন পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২ আসরে তিনবারই ফাইনাল খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যঙ্গালুরু। কিন্তু তিনবারই রানার্স আপ হিসেবে আসর শেষ করতে হয়েছে দলটিকে। ২০১৬ সালের আইপিএলে পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ খেলার পর ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারতে হয়েছিল বিরাট কোহলির দলকে।


২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইপিএলে ডেকান চারজার্সের কাছে হেরেছিল অনিল কুম্বলের দল। এরপর ২০১১ সালে ফাইনালে উঠলেও চেন্নাই সুপার কিংসের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় ব্যাঙ্গালুরুর। সে আসরে দলটির নেতৃত্বে ছিলেন ড্যানেয়েল ভেটরি।



promotional_ad

২০১১ এবং ২০১৬ সালের ফাইনালে ব্যাঙ্গালুরুর স্কোয়াডে ছিলেন ডি ভিলিয়ার্স। ২০১১ আইপিএল থেকে আরসিবির হয়ে খেলছেন তিনি। নিজে দুইবার ফাইনাল খেলেও দলকে শিরোপা এনে দিতে পারেননি। তবে ব্যাঙ্গালুরুর হয়ে নিজের ৯ নম্বর মৌসুমে বড় স্বপ্ন দেখছেন এই প্রোটিয়া। 


ডি ভিলিয়ার্সের বিশ্বাস এবারের আসরে শিরোপা জেতার মতো দল সাজিয়েছে ব্যাঙ্গালুরু। তবে এই আসরে শিরোপা না জিততে পারলে পাঁচ বছর পরও আক্ষেপ থাকবে তাঁর। বৃহস্পতিবার ক্রিকফ্রেঞ্জির লাইভে এসে এসব কথা বলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার।


ডি ভিলিয়ার্স বলেন, 'আমরা এখনও আইপিএল ট্রফি জিতিনি এটাই চিরন্তন সত্য। এটার সঙ্গে প্রায়ই আমাদের লড়তে হয়। আমরা এর আগে ৩ বার ফাইনাল খেলেছি ২০০৯,২০১১ এবং ২০১৬। ২০১১ এবং ২০১৬তে আমাদের জেতা উচিত ছিল। বাকি আসরগুলোতে আমরা সেরা দল ছিলাম না, তাই ফাইনাল খেলিনি। এবারও সবাই আমাদের সেরা দলের তকমা দিয়েছে। সবাই বলছে আমাদের এবার জেতা উচিত। আমি এর সঙ্গে দিমত পোষণ করছি না। আমি চেন্নাই, মুম্বাই বা দিল্লীকে দেখুন, অনেক আসরেই তাঁরা পুরো দল হিসেবে ভালো খেলেছে কিন্তু আমাদেরকে পারফর্ম করেই ফাইনালে উঠতে হয়েছে।' 



'যে দুই বছর আমরা শিরোপা জিততে পারিনি, আশা জাগিয়েও সেটা নিয়ে সবসময়ই আফসস থাকবে। মানুষ হাসতে পারে কিন্তু এবার আমরা আশাবাদী। কোচিং স্টাফ থেকে শুরু করে দলের সবচেয়ে তরুণ ক্রিকেটারও বিশ্বাস করছে এবার আমাদের দলটা সেরা। এবার যদি আমরা না জিততে পারি তাহলে ৫ বছর পর ফিরে তাকালেও এবারের আসর নিয়ে আক্ষেপ করব যে আরেকটা ট্রফি হাতছাড়া হয়ে গেছে' আরও যোগ করেন তিনি।


অধিনায়ক বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্স ছাড়াও এবারের আসরে ব্যাঙ্গালুরুর দলে আছেন অ্যারন ফিঞ্চ, মঈন আলী, ক্রিস মরিস, ডেল স্টেইনরা। দেশিদের মধ্যে উমেশ যাদভ, যুবেদ্র চহল, শুভম দুবেরাও থাকছেন এই দলে।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball