শ্রীলংকা সিরিজে অভিষেকের অপেক্ষায় হাসান মাহমুদ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আসন্ন শ্রীলংকা সফরতে সাত পেসার নিয়ে সফরে যাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই সুবাদে লঙ্কা সফরেই নিজের অভিষেকের আশা করছেন তরুণ পেসার হাসান মাহমুদ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গেল আসরে বোলিং পারফরম্যান্স দেখিয়ে সবার নজরে এসেছিলেন ঢাকা প্লাটুনের পেসার হাসান মাহমুদ। এবারে সাদা বলে নিজের সেরাটা দেশকে দিতে প্রস্তুত এই ডানহাতি পেসার।

সম্প্রতি ক্রিকফ্রেঞ্জির কাছে এমন আশাবাদ ব্যক্ত করেন হাসান মাহমুদ। পেস লাইন আপে নির্বাচকেরা হাসান মাহমুদকে বিবেচনা করায় তিন ম্যাচের টেস্ট সিরিজে সুযোগ পেতে পারেন এই পেসার।
হাসান বলেন, 'ইনশাআল্লাহ, আমি খেলার সুযোগ পেলে আমিও দল ও দেশের হয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।'
'আমি এখানে (লক্ষ্মীপুর) অনেক দিন ধরে বোলিং অনুশীলন করছি। আমি শহীদ স্মৃতি স্কুল মাঠে গত তিন সপ্তাহ ধরে নিয়মিত বোলিং অনুশীলন করছি। এটি আমার বাড়ির পাশেই। আমি এখনই লাল-বল দিয়ে ‘স্পট বোলিং’ করছি। তার পাশাপাশি আমি ঘরে বসে আমার ফিটনেসের কাজ করছি। আমি ট্র্যাডমিলের রানিং করছি।'
সেই সঙ্গে হাসান এটাও জানান বর্তমানে তিনি ইনসুইং এবং আউটসুইং উভয় ভাবেই বল করতে পারেন। এতে করে এবাদত রাহীর সঙ্গে সমানতালে আক্রমণ করতে সক্ষম হবেন বলে জানান তিনি।
এক সপ্তাহের ভেতর ঢাকায় ফিরে এসে অনুশীলনে যোগ দেবেন তরুণ এই পেসার। অনুশীলন ক্যাম্পে তার বোলিংয়ে ডমিঙ্গো-গিবসন সন্তুষ্ট হলেই মিলবে তার লঙ্কা যাওয়ার টিকেট।