promotional_ad

বুধবার থেকে ফের শুরু হচ্ছে ক্রিকেটারদের একক অনুশীলন

ছবি: ক্রিকফ্রেঞ্জি, তানভিন তামিম
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তিন সাপোর্ট স্টাফের করোনা পজিটিভ হবার পর ক্রিকেটারদের একক অনুশীলন বন্ধ করে দেয়া হয়। ৫ দিনের বিরতির পর ফের একক অনুশীলনে নামতে যাচ্ছেন ক্রিকেটাররা। বুধবার (৯ সেপ্টেম্বর) করোনা নেতিবাচক খেলোয়াড়রা নামবেন একক অনুশীলনে।


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।



promotional_ad

আকরাম খান বলেন, 'আমরা বুধবার থেকে ক্রিকেটারদের প্রশিক্ষণ পুনরায় শুরু করতে আমাদের অনুমোদন দিচ্ছি। সুতরাং, পাঁচ দিন পরে এটি আবার শুরু করা হবে। আগ্রহী খেলোয়াড়রা চাইলে তাদের প্রশিক্ষণ চালিয়ে যেতে পারে।'


এদিকে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন শুধুমাত্র করোনা নেতিবাচক প্রমাণ সাপেক্ষে ক্রিকেটাররা যোগ দিতে পারবেন অনুশীলনে।


দেবাশীষ ক্রিকফ্রেঞ্জিকে বলেন, 'খেলোয়াড়দের অনুশীলন করার কোনও সম্ভাবনা নেই যাদের করোনার পরীক্ষায় ফলাফল ইতিবাচক আসবে। তবে যাদের ফলাফল নেতিবাচক আসবে তাদের বুধবার থেকে অনুশীলন পুনরায় শুরু করার কোনও বাধা থাকবে না।'



'আমরা করোনাকে ইতিবাচক খেলোয়াড়দের আমাদের নিবিড় পর্যবেক্ষণে রাখব। আমরা একটি নির্দিষ্ট সময় পরে আবার তাদের পরীক্ষা করব। তাদের ভবিষ্যত পরবর্তী পরীক্ষাগুলোর উপর নির্ভর করবে।'


ক্রিকেটারদের করোনা পরীক্ষার প্রথম দিনে করোনা ইতিবাচক প্রমাণিত হয়েছেন ডানহাতি ব্যাটসম্যান সাইফ হাসান এবং জাতীয় দলের ট্রেনার নিকোলাস লি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball