promotional_ad

করোনায় আক্রান্ত সাইফ হাসান

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষার মধ্য দিয়ে শ্রীলংকা সফরের আনুষ্ঠানিকতা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই ধারাবাহিকতায় সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে শুরু হয় প্রথম দিনের নমুনা সংগ্রহের কার্যক্রম।


প্রথম দিন ১৭ জন ক্রিকেটার এবং ২৪ জন সাপোর্ট স্টাফের নমুনা সংগ্রহ করা হয়েছিল। তাদের ভেতর ১৭ জন ক্রিকেটার এবং ১ জন সাপোর্ট স্টাফের করোনা শণাক্ত হয়েছে। ক্রিকেটারের ভেতর করোনা আক্রান্ত হয়েছেন ডানহাতি ব্যাটসম্যান সাইফ হাসান। একই সঙ্গে ফলাফল পজিটিভ এসেছে জাতীয় দলের ট্রেনার নিক লি-এর।



promotional_ad

বিসিবি এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সাইফ হাসানের বিশ্বস্ত একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন।


এর আগে ১৮ সেপ্টেম্বর থেকে ক্রিকেটারদের করোনা পরীক্ষা করানোর কথা থাকলেও সেটি এগিয়ে আনা হয়েছে। একক অনুশীলন চলাকালে তিন সাপোর্ট স্টাফের দেহে করোনার উপস্থিতি পাওয়া যাওয়ার ফলে এই পরীক্ষার সময় এগিয়ে আনা হয়।
 
এতদিন একক অনুশীলন করলেও ক্রিকেটারদের এই করোনা পরীক্ষার পর শুরু হবে দলগত অনুশীলন। একজন ক্রিকেটার করোনা পরীক্ষায় নেতিবাচক প্রমাণিত হলে অংশ নিতে পারবেন দলগত অনুশীলনে।


সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকে শ্রীলংকার উদ্দেশ্যে উড়াল দিবে বাংলাদেশ জাতীয় দল। শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ২৪ তারিখ ক্যান্ডিতে শুরু হবে সিরিজের প্রথম  টেস্ট।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball