promotional_ad

প্রথম দিন ২৪ জনের করোনা পরীক্ষা সম্পন্ন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


ক্রিকেটারদের করোনা পরীক্ষা শুরু করার মধ্য দিয়ে শ্রীলংকা সফরের আনুষ্ঠানিকতা শুরু করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের প্রথম ধাপের করোনা পরীক্ষা।


দুই দিনের এই পরীক্ষার প্রথম দিনে ঢাকার ১৭ জন ক্রিকেটার এবং ৭ জন সাপোর্ট স্টাফ মিলিয়ে মোট ২৪ জনের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল ইউনিটের তত্ত্বাবধানে নমুনা সংগ্রহ করা হয়েছে।



promotional_ad

সোমবার (৭ সেপ্টেম্বর) ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি'র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।


দেবাশীষ বলেন, ‘আজকে ২৪ জনের টেস্ট হয়েছে। এখানে সাপোর্টিং স্টাফও আছে। বাকিদের কালকে টেস্ট হবে। ২৪ ঘন্টার মধ্যে তারা ফলাফল জেনারেট করবে।’


এর আগে ১৮ সেপ্টেম্বর থেকে ক্রিকেটারদের করোনা পরীক্ষা করানোর কথা থাকলেও বিসিবির তিন সাপোর্ট স্টাফ কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ায় সেটি এগিয়ে আনা হয়। আর একটি কারণ অবশ্য রয়েছে। সেটী হল সফরের আগে কেউ করোনা আক্রান্ত হলে সুস্থ্য হয়ে দলে ফেরার জন্য যেন পর্যাপ্ত সময় পায়।



এতদিন একক অনুশীলন করলেও ক্রিকেটারদের এই করোনা পরীক্ষার পর শুরু হবে দলগত অনুশীলন। একজন ক্রিকেটার করোনা পরীক্ষায় নেতিবাচক প্রমাণিত হলে অংশ নিতে পারবেন দলগত অনুশীলনে। 


সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকে শ্রীলংকার উদ্দেশ্যে উড়াল দিবে বাংলাদেশ জাতীয় দল। শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ২৪ তারিখ ক্যান্ডিতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball