promotional_ad

শ্রীলঙ্কা সফরেই শেষ হচ্ছে বিসিবির সঙ্গে ভেট্টরির চুক্তি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন পরামর্শক হিসাবে ড্যানিয়েল ভেট্টরি কাজ শুরু করেছিলেন গত বছরের নভেম্বর থেকে। ২০১৯ সালের জুলাই মাসে নিউজিল্যান্ডের এই সাবেক অধিনায়কের সঙ্গে চুক্তি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 


এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মোট ১০০ দিন কাজ করার কথা ছিল ভেট্টরির। সেই হিসেবে এবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে শেষ হওয়ার কথা ছিল এই চুক্তির। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বকাপ পিছিয়ে গেছে।


promotional_ad

এই সময়ে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ। আর আসন্ন সফরেই শেষ হয়ে যাচ্ছে ভেট্টরির সঙ্গে বিসিবির চুক্তি। তবে বিসিবি চাইলে ভেটরির সঙ্গে চুক্তি নবায়ন করতে পারে পারে। সেক্ষেত্রে ভেট্টরিকেও বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য ইতিবাচক থাকতে হবে।


এই বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, 'ভেট্টরির সঙ্গে যে আমাদের ১০০ দিনের চুক্তি ছিল, তা প্রায় শেষ হতে এসেছে। তবে সে দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে।'


করোনার প্রাদুর্ভাবে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকার পর শ্রীলঙ্কা সিরিজ দিয়েই মাঠে ফিরতে যাচ্ছে বাংলাদেশ দল। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শ্রীলঙ্কার বিমান ধরার কথা রয়েছে টাইগারদের। এর আগে ২১ সেপ্টেম্বর থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দলগত অনুশীলন শুরু করবেন তামিম-মুশফিকরা। 


শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এখনও আসন্ন সিরিজটির সূচি প্রকাশ করেনি। তবে ২৪ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা রয়েছে সিরিজের প্রথম টেস্ট। প্রথম দুই টেস্টের ভেন্যু ক্যান্ডি আর শেষ টেস্টটি হওয়ার কথা রয়েছে কলম্বোতে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball