promotional_ad

তিন দিনের মধ্যে দেশে ফিরছেন সাকিব

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


জুয়াড়ির পাওয়া প্রস্তাব গোপন করে গেল বছরের ২৯ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দ্বারা দুই বছরের জন্য (এক বছরের স্থগিতাদেশ) সকল প্রকার ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চলতি বছরের ২৯ অক্টোবর কাটতে যাচ্ছে ক্রিকেটের রাজপুত্রের সেই নিষেধাজ্ঞা।


ক্রিকেটে ফেরার পূর্বপ্রস্তুতি হিসেবে চলতি মাসেই ব্যক্তিগত উদ্যোগে প্রশিক্ষণ শুরু করতে যাচ্ছেন সাকিব। প্রশিক্ষণের জন্য বেছে নিয়েছেন তার ক্রিকেটের আঁতুড়ঘর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি)। আর তাকে পর্যবেক্ষণ করবেন তারই সৈশবের গুরু নাজমুল আবেদিন ফাহিম এবং কোচ সালাহউদ্দিন।



promotional_ad

সাকিবের অনুশীলনের কথা শুনেই ভক্তদের মনে একটাই প্রশ্ন আসছিল বারবার। কবে দেশে আসছেন সাকিব। এর উত্তরটা জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। জানালেন দুই তিন দিনের ভেতরই দেশে আসছেন দেশসেরা এই অলরাউন্ডার।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যকে এমনটাই জানিয়েছে বিসিবির এই প্রধান নির্বাহী।


নিজামউদ্দিন বলেন, 'আপনারা ইতোমধ্যে হয়তো জেনেছেন সাকিব ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করবেন। সেক্ষেত্রে তিনি বিকেএসপিকে বেছে নিয়েছেন। আমি যতটুকু জানি আগামী দুই-তিন দিনের মধ্যে উনি বাংলাদেশে আসবেন এবং ট্রেনিং শুরু করবেন।'



আসন্ন শ্রীলংকা সফরে সাকিবের খেলা নিয়ে চলছে বেশ জোর গুঞ্জন। সাকিব কি খেলতে পারবেন লঙ্কা সিরিজে? এর উত্তরটা স্পষ্ট করে না দিলেও কিছুটা ইঙ্গিত দিয়েছেন সুজন। এ প্রসঙ্গে নিজামউদ্দিন বলেন, 'আমরা এতটুকু জানি যে যেদিন তার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে এর পরদিন থেকেই নিয়মিত খেলাধুলায় অংশ গ্রহণ করতে পারবেন।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball