নিউজিল্যান্ডের সঙ্গে স্থগিত হওয়া দুই সিরিজ আগামী বছর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মহামারী করোনায় এলোমেলো হয়ে গেছে পুরো বছরের ক্রিকেট সূচী। এর প্রভাব পড়েছে বাংলাদেশের ক্রিকেটেও। স্থগিত হয়ে গিয়েছিল টাইগারদের নিউজিল্যান্ডের বিপক্ষের দুটি সিরিজ।
তবে করোনার প্রভাব কাটিয়ে মাঠে ক্রিকেট ফেরায় পুনরায় সেই সিরিজ আয়োজনের কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই অনুযায়ী কিউইদের বিপক্ষে স্থগিত হওয়া দুটি সিরিজই আগামী বছর অনুষ্ঠিত করার পরিকল্পনা করছে বিসিবি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যকে এমনটাই জানিয়েছেন বিসিবির ??্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

নিজামউদ্দিন বলেন, ‘নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে আমাদের একটা বোঝাপড়া হয়েছে যে আগামী বছর মাঝামাঝি সময়ে আমরা সিরিজটি নিশ্চিত করবো। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড যে চারটা সিরিজের কথা বলেছে তার মধ্যে একটা আমাদের ট্যুর রয়েছে নিউজিল্যান্ডে। এটা সামনের বছর ফেব্রুয়ারির দিকে হবে, সেভাবেই পরিকল্পনা রয়েছে।’
শুধু নিউজিল্যান্ড সিরিজই না। করোনার পেটে গেছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলংকা এবং আয়ারল্যান্ড সফরও। চলতি মাসের শেষ দিকে শ্রীলংকা সফরে যাচ্ছে বাংলাদেশ। এরপর পর্যায়ক্রমে বাকি বোর্ডগুলোর সঙ্গে আলোচনা করে সিরিজগুলো আয়োজন করতে আশাবাদী বিসিবি।
এ প্রসঙ্গে বোর্ডের প্রধান নির্বাহী বলেন, 'আপনারা জানেন যে আমাদের ৪টা সিরিজ স্থগিত হয়েছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে। এর বাইরে একটি টেস্ট বাকি ছিল, যেটা পাকিস্তানের সঙ্গে। যেহেতু মাত্র একটি টেস্ট সেহেতু আমাদের অল্প সময়ের একটা উইন্ডো দরকার হবে। এটা আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে ঠিক করব আশা রাখি।'
'অস্ট্রেলিয়া সিরিজটি যেন সুবিধাজনক সময়ে হয় সেজন্য আমরা চেষ্টা করবো।.আসলে আমরা এভেইলেবল থাকলে তো হবে না, অস্ট্রেলিয়ার মত একটা বড় দলের ফাঁকা সময়েরও ব্যাপার আছে। তো নির্ধারিত সময়ের মধ্যেই সিরিজটি নিশ্চিত করতে হবে, আইসিসির যে নির্ধারিত সময়সীমা আছে। এছাড়া আয়ারল্যান্ডে ওয়ানডে কম্পিটিশনের খেলা, সেক্ষেত্রে আইসিসির সময়সীমা বর্ধিত করার একটা পরিকল্পনা রয়েছে ইতোমধ্যে।'
উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজটি ছিল চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে। টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজটি খেলতে বাংলাদেশে আসার কথা ছিল উইলিয়ামসনদের। দ্বিতীয় সিরিজটি ছিল অক্টোবর-নভেম্বরে। কিন্তু করোনার প্রকোপে স্থগিত হয়ে গিয়েছিল দুটি সিরিজই।
সেই সঙ্গে করোনার পেটে গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটিও। সবগুলোই সিরিজই আগামী বছর মাঠে গড়ানোর পরিকল্পনা করছে বিসিবি।