ইনজুরি থেকে বেঁচে গেলেন মাহমুদউল্লাহ

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি, তানভিন তামিম

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
করোনাকালে গত ১৯ জুলাই আইসিসি'র গাইডলাইন অনুসরণ করে স্বাস্থ্যবিধি মেনে দেশের ৪ ভেন্যুতে ক্রিকেটারদের অনুশীলনের ব্যবস্থা করে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুরুতে সল্প সংখ্যক ক্রিকেটারদের দিয়ে এই অনুশীলন পর্ব শুরু হলেও, সময় গড়ানোর বেড়েছে ক্রিকেটারদের সংখ্যাও।
প্রথম দিকে ৪ ভেন্যুতে অনুশীলন হলেও এর সংখ্যা বেড়ে এখন গিয়ে দাঁড়িয়েছে ৭টিতে। ঈদ-উল-আজহার পর ৭ আগস্ট থেকে এই অনুশীলনে যোগ দেন মাহমুদউল্লাহ রিয়াদও। সে থেকেই তিনি নিয়মিতই শ্রীলঙ্কা সিরিজের নিজেকে জন্য প্রস্তুত করে যাচ্ছেন।

মঙ্গলবার বিসিবি ঘোষণা দেয় ২৬ আগস্ট থেকে ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করবেন ক্রিকেটাররা। বুধবার প্রথম দিনের পর বৃহস্পতিবার দ্বিতীয় দিনের অনুশীলনে সময় মতই এসেছিলেন মাহমুদউল্লাহ। সকাল ১০টা নাগাদ তিনি চলে যান ইন্ডোরে ব্যাটিং করার জন্য।
সূচি অনুযায়ী মাহমুদউল্লাহর সঙ্গে ছিলেন পেসার রুবেল হোসেন। এছাড়া আরও ৩-৪জন থ্রোয়ারকেও সঙ্গে নিয়ে নেটে ব্যাটিং করছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক। সে সময় থ্রোয়ার রমজান আলীর ছোড়া বল লেগ সাইডে জোরে মারতে গিয়ে ডানহাতের বুড়ো আঙ্গুলের কোনায় ব্যাথা পান মাহমুদউল্লাহ।
হাতে আঘাত পেয়ে সঙ্গে স্পঙ্গে গ্লাভস খুলে স্টাম্পের পাশে দাঁড়িয়ে এক মিনিটের মতো সময় নেন। এরপর আবারও ব্যাটিংয়ে ১৫-২০ মিনিটের মতো অনুশীলন করেন। এর আগে মঙ্গলবারও থ্রোয়ার রমজান আলীর ছোড়া বলে হাতের তালুতে হালকা চোট পেয়েছিলেন মাহমুদউল্লাহ। অবশ্য চোট দুটি গুরুতর নয়।
এদিকে ২৪ অক্টোবর থেকে অনুষ্ঠেয় শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে জাতীয় দলের অনুশীলন। সেই লক্ষ্যেই প্রস্তুত করা হচ্ছে মিরপুরের উইকেট। সফরকে সামনে বরাবরের মতো এবারও ব্যাটিং অনুশীলনটা এখানেই সেরে নেবেন মুশফিক-মুমিনুলরা।