বাংলাদেশে এসে কোয়ারেন্টাইনে আছেন নিক লি-ক্যালেফাতো

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি, তানভিন তামিম

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে চলে গিয়েছিলেন বাংলাদেশ দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়ন। তার জায়গায় শুধু প্রথাগত ট্রেনার নয়, নতুন পদ সৃষ্টি করে আরেকজনকে আনার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই সুবাদে বিসিবির ‘হেড অব ফিজিক্যাল পারফরম্যান্স’ হিসেবে যোগ দেন নিক লি।
তিন বছরের চুক্তিতে এ বছরের মার্চ থেকে কাজ শুরু করেন লি। তবে এর কয়েকদিন না যেতেই করোনার প্রকোপ বেড়ে যাওয়ার বন্ধ হয়ে যায় দেশের সব ধরণের ক্রিকেট। বাংলাদেশে আসার এক মাসের মাথায় দেশে ফিরে যান ইংল্যান্ডের প্রথম শ্রেণির সাবেক এই ক্রিকেটার।
৫ মাসের মতো নিজ দেশে অবস্থান করার পর ২৫ আগস্ট বাংলাদেশে এসেছেন লি। বিদেশ ফেরত হওয়ায় এই মুহূর্তে কোয়ারেন্টাইনে আছেন তিনি। বিশ্বস্ত একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে। লি'র পাশাপাশি বিসিবির ফিজিও জুলিয়ান ক্যালেফাতোও চলে এসেছেন বাংলাদেশে।

২০ আগস্ট বাংলাদেশে এসেছেন ইতালিয়ান বংশোদ্ভূত এই দক্ষিণ আফ্রিকান। নিক লি'র মতো তিনিও কোয়ারেন্টাইনে আছেন। কোয়ারেন্টাইন শেষে দুইজনই জাতীয় দলের সঙ্গে কাজে যোগ দেবেন।
কোয়ারেন্টাইনে থাকলেও মঙ্গলবার প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে ক্রিকেটারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন লি। সেখানেই ক্রিকেটার গ্রুপে অনুশীলন করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
দেবাশীষ বলেন, ‘স্বাস্থ্যবিধিতেই ওইভাবে বলা আছে শুরুটা হবে সিঙ্গেল ট্রেনিং এরপর আস্তে আস্তে গ্রুপ ট্রেনিং। দুইজন, তিনজন বা পাঁচজন আস্তে আস্তে বাড়ানোর কথা। আমরা এই ব্যাপারে খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি, ওদের সঙ্গে আলোচনা করে সম্মতি নিয়ে।'
'সবার সঙ্গে জুম মিটিং হয়েছে গতকাল (মঙ্গলবার)। কোচ, খেলোয়াড়, ফিজিও সবার সঙ্গে ক্রিকেট অপারেশন্সের একটা গ্রুপ মিটিং হয়েছে। সেই জুম মিটিংয়ে সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে’। আরও যোগ করেন বিসিবির এই চিকিৎসক।
সবকিছু ঠিক থাকলে আগামী ২১ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সিরিজের ক্যাম্প। ক্যাম্পে অংশ নিতে আগামী ২ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখার কথা রয়েছে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোরও।