কোচদের পরামর্শেই শুরু হয়েছে ক্রিকেটারদের গ্রুপ অনুশীলন

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি, তানভিন তামিম

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
প্রাণঘাতী করোনাভাইরাসের দাপটে চার মাস ঘরে অবরুদ্ধ থাকার পর ১৯ জুলাই থেকে শুরু হয় ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। ক্রিকেটারদের আগ্রহের ভিত্তিতেই এই অনুশীলনের ব্যবস্থা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর টানা চার সপ্তাহ দেশের বিভিন্ন ভেন্যুতে ব্যক্তিগতভাবে অনুশীলন করছেন তাঁরা।
এবার বুধবার থেকে গ্রুপে অনুশীলনের পর্বে পা রেখেছে বিসিবি। করোনাকালে ক্রিকেটীয় কার্যক্রম শুরু এবং পরিচালনার জন্য সব ক্রিকেট বোর্ডকেই গাইডলাইন দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
স্বাস্থ্যবিধি মেনে শুরুতে একাকী অনুশীলন, তারপর ছোট ছোট গ্রুপে এবং সবশেষে দলগত অনুশীলনের পরামর্শ দেয়া হয়েছিল আইসিসির পক্ষ থেকে। মঙ্গলবার রাতে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, এবার গ্রুপ অনুশীলন শুরু করতে যাচ্ছেন ক্রিকেটাররা।

প্রাথমিকভাবে দুইজন, তিনজন ক্রিকেটার নিয়ে গ্রুপ তৈরি করা হয়েছে। যদিও বিসিবিকে এই পরামর্শ দিয়েছেন জাতীয় দলের কোচরা। এ নিয়ে মঙ্গলবার রাতে হেড কোচ ডমিঙ্গো, ফিজিও ট্রেভর লি’র সঙ্গে ক্রিকেটারদের ভার্চুয়াল বৈঠক হয়েছে। এরপরই অনুশীলনে এই পদ্ধতি চালুর সিদ্ধান্ত হয়।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধিতেই ওইভাবে বলা আছে শুরুটা হবে সিঙ্গেল ট্রেনিং এরপর আস্তে আস্তে গ্রুপ ট্রেনিং। দুইজন, তিনজন বা পাঁচজন আস্তে আস্তে বাড়ানোর কথা।'
'আমরা এই ব্যাপারে খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি, ওদের সঙ্গে আলোচনা করে সম্মতি নিয়ে। সবার সঙ্গে জুম মিটিং হয়েছে গতকাল (মঙ্গলবার)। কোচ, খেলোয়াড়, ফিজিও সবার সঙ্গে ক্রিকেট অপারেশন্সের একটা গ্রুপ মিটিং হয়েছে। সেই জুম মিটিংয়ে সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে’। আরও যোগ করেন বিসিবির এই চিকিৎসক।
গ্রুপ করে অনুশীলন শুরু করলেও, কোনো ক্রিকেটার চাইলে একাকী করতে পারবেন। যেমনটা মঙ্গলার করেছেন তামিম ইকবাল, সাইফ হাসান এবং লিটন দাস। ভার্চুয়াল মিটিংয়ে উপস্থিত থাকা এক ক্রিকেটার জানিয়েছেন, কে কিভাবে অনুশীলন করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, এটা জেনেই অনুশীলনের সূচি তৈরি করেছে বোর্ড।
এই প্রসঙ্গে দেবাশীষ চৌধুরী আরও জানিয়েছেন, এখন একজন বোলার, একজন ব্যাটসম্যানকে বোলিং করতে পারবেন। এছাড়া কোনো ব্যাটসম্যান চাইলে একজন পেসার এবং একজন স্পিনার নিয়ে ৩জনের গ্রুপে অনুশীলন করতে পারেবেন।
বিসিবির চিকিৎসক বলেন, ‘একজন ব্যাটসম্যান একজন প্রোপার বোলারের বিপক্ষে বোলিং করবে। এটা হচ্ছে একটা গ্রুপ ট্রেনিং। ধরেন মুশফিক ব্যাটিং করবে আর তাসকিন বোলিং করবে। অনেক সময় দুইজন বোলারকে নিয়ে একজন ব্যাটসম্যান ব্যাটিং করতে পারে, একজন স্পিনার একজন পেসার।’
অনুশীলনের নতুন সূচি অনুযায়ী মঙ্গলবার বোলিং মেশিনের সাহায্যে নেটে একা ব্যাটিং করেছেন লিটন, তামিম এবং সাইফ। বেলা ১২টার দিকে গ্রুপে রানিং করেছেন মুস্তাফিজুর রহমান এবং শফিউল ইসলাম। এছাড়া সৌম্য সরকারের সঙ্গে জুটি বেঁধেছিলেন আল আমিন হোসেন। ২৯ আগস্ট পর্যন্ত এই নিয়মেই অনুশীলন করবেন ক্রিকেটাররা।