করোনামুক্ত ইফতি, যোগ দিচ্ছেন ক্যাম্পে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
তিন ধাপে করোনাভাইরাস পরীক্ষা শেষে রোববার থেকে বিকেএসপিতে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প। গেল বৃহস্পতিবার (২০ আগস্ট) সম্পন্ন হয়েছিল যুব ক্রিকেটারদের করোনা পরীক্ষা। যেখানে দ্বিতীয় ধাপের পরীক্ষায় পজিটিভে এসেছিলেন ইফতেখার হোসেন ইফতি।
রিপোর্ট পজিটিভ আসার সঙ্গে সঙ্গেই তরুণ এই ক্রিকেটারকে আইসোলেশনে রেখে চিকিৎসা দিয়ে আসছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু এর ৪৮ ঘণ্টা পরেই দ্বিতীয় ধাপের পরীক্ষায় তিনি উতরে যান।

ইফতির শরীরে আদৌ করোনা আছে কিনা নিশ্চিত হতে সোমবার (২৪ আগস্ট) তৃতীয়বার তাকে করোনা পরীক্ষা করানো হয়। তৃতীয়বারেও তরুণ এই ক্রিকেটারের শরিরে করোনার সংক্রমণ ধরা পরেনি।
ফলে যুব ক্রিকেটারদের ক্যাম্পে ইফতির যোগ দিতে আর কোনো বাঁধা নেই। বরিশালের এই ক্রিকেটারের করোনামুক্ত হওয়ার বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, 'ইফতির তৃতীয় পরীক্ষাতেও নেগেটিভ এসেছে, ও আগামীকাল বিকএসপি চলে যাবে।'
১৬ আগস্ট প্রথম ধাপে ১৫ ক্রিকেটার ও ১২ কোচিং স্টাফের করোনা পরীক্ষা করায় বিসিবি। যাদের সবারই রিপোর্ট নেগেটিভ এসেছিল। সেদিনই ক্যাম্পের লক্ষ্যে বিকেএসপিতে চলে যায় সবাই।
এরপর গেল ১৮ আগস্ট দ্বিতীয় ধাপে ১৫ যুবা ক্রিকেটারের করোনা পরীক্ষা করানো হয়। সেখানে একমাত্র ইফতেখার হোসেন ইফতি ছাড়া বাকি ১৪ জনের করোনা রিপোর্টই নেগেটিভ আসে। বাকিরা সেদিনই বিসিবির একাডেমি ত্যাগ করে বিকেএসপির উদ্দেশ্যে রওনা হন।
তৃতীয় ও শেষ দফার টেস্ট অনুষ্ঠিত হয় ২০ আগস্ট। ১৭ ক্রিকেটার ও ৪ জন কোচিংস্টাফের সবাই এ পরীক্ষায় উত্তীর্ণ হন। তাদের নিয়েই সোমবার থেকে বিকেএসপিতে শুরু হয়েছে অনু-১৯ দলের আবাসিক ক্যাম্প। চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।