'একশ রানের' দুঃখ মোচনের মিশনে টাই

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে খেলা নিজের শেষ ওয়ানডের দুঃসহ স্মৃতি এখনও পোড়ায় অ্যান্ড্রু টাইকে। দুই বছর আগের সেই স্মৃতি ভুলে ওয়ানডে দলে নিজের জায়গা পাকাপোক্ত করতে চান অস্ট্রেলিয়ার এই পেসার।
সেই ম্যাচে ইংল্যান্ড করেছিল ছয় উইকেটে রেকর্ড ৪৮১ রান। নয় ওভার বোলিং করে বিনা উইকেটে একশ রান দিয়েছিলেন টাই। ম্যাচটি অস্ট্রেলিয়া হেরে যায় রেকর্ড ২৪২ রানে।

নটিংহ্যামের সেই ম্যাচ নিয়ে প্রেস অ্যাসোসিয়েশানকে টাই বলেন, 'এমন খেলা যখন হয়, তখন মনে হয় সেটা প্রকৃতিরই চাওয়া। মাঝে-মধ্যে এমন দিন আসে।
আপনি পরিকল্পনা করে এসব দিন আনতে পারবেন না। এসব সময় কীভাবে আসবে আপনি সেটাই বুঝবেন না। ওই ম্যাচ থেকে যা শেখার সেটা আমি শিখে নিয়েছি।'
লম্বা সময় পর সাম্প্রতিক সময়ে আবারও অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ডাক পেয়েছেন টাই। অস্ট্রেলিয়ার ইংল্যান্ড সফরে স্কোয়াডে ডাক পেয়েছেন ৩৩ বছর বয়সি এই পেসার।
টাই আরও বলেন, 'আমার প্রায়ই সেই দিনের কথা মনে পড়ে। এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে দেখি। সেদিনের সেই ম্যাচ অবশ্যই ভালো কিছু ছিল না। সেখান থেকে ফিরে আসাটা ছিল চ্যালেঞ্জিং। আমি সেই ম্যাচের শিক্ষা কাজে লাগিয়ে ভালো করার চেষ্টা করব।'