promotional_ad

শেষ ধাপে সবাই নেগেটিভ, বিকেএসপির পথে যুবারা

ছবি: ক্রিকফ্রেঞ্জি, তানভিন তামিম
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপনডেন্ট ||


বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পকে সামনে রেখে রবিবার থেকে তিন ধাপে ক্রিকেটার এবং সাপোর্টিং স্টাফদের করোনা পরীক্ষা শুরু হয়। মঙ্গলবার পরীক্ষা করা হয়েছিল দ্বিতীয় গ্রুপের এবং বৃহস্পতিবার নেয়া হয়েছে তৃতীয় গ্রুপের পরীক্ষা। 


শেষ ধাপে আরও ১৫জন যুব ক্রিকেটারের করোনা পরীক্ষা করে বিসিবি। এখানে কোনো দুঃসংবাদ শুনতে হয়নি তাঁদের। ১৫ জনেরই করোনা নেগেটিভ এসেছে। ইতোমধ্যে বিকেসপির পথে রওয়ানা দিয়েছেন যুবারা।



promotional_ad

বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। তিনি বলেন, 'শেষ ভাগের পরীক্ষায় বাজে কিছুই আসেনি। সবারই ফলাফল নেগেটিভ এসেছে। ওরা এখন বিকেসপিতে যাচ্ছে।'


এদিকে বুধবার দ্বিতীয় ধাপের পরীক্ষায় ১৫ জনের মধ্যে একজনের করোনা পজিটিভ এসেছে। তাঁর নাম ইফতেখার হোসেন ইফতি। বিসিবির এই চিকিৎসক জানিয়েছেন, আইসোলেশনে আছেন এই তরুণ। সুস্থ হলেই ক্যাম্পে পাঠিয়ে দেয়া হবে তাকে। যদিও দ্বিতীয় করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে তার। আরও তিন দিন পর্যবেক্ষণে থাকবেন এই তরুণ। 


প্রথম ধাপে বিসিবির মেডিক্যাল রুমে ১৫ ক্রিকেটার ও ১২ জন সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করা হয়। যাদের প্রত্যেকের ফলাফলই নেগেটিভ এসেছিল। প্রথম এবং দ্বিতীয় ধাপে নেগেটিভ আসা ক্রিকেটাররা এই মুহূর্তে বিকএসপিতে অবস্থান করছেন। 



২২ আগস্ট সাভারের বিকেএসপিতে যুব ক্রিকেটারদের নিয়ে ক্যাম্প শুরু করবে বিসিবি। যদিও ক্যাম্পের শুরুতে কোচ নাভিদ নেওয়াজকে পাচ্ছে না যুবারা। নাভিদের জায়গায় যুবাদের কোচ হিসেবে থাকবেন সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি। তাঁর সঙ্গে থাকবেন তালহা জুবায়ের ও মোহাম্মদ সেলিম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball