দ্বিতীয় ধাপে একজন পজিটিভ, বাকিরা বিকেএসপির পথে

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি, তানভিন তামিম

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পকে সামনে রেখে ক্রিকেটার এবং সাপোর্টিং স্টাফদের করোনা পরীক্ষা শুরু হয়েছে রবিবার (১৬ আগস্ট)। প্রথম দিন বিসিবির মেডিক্যাল রুমে ১৫ ক্রিকেটার ও ১২ জন সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করা হয়। যাদের প্রত্যেকের ফলাফলই নেগেটিভ এসেছিল।
মঙ্গলবার দ্বিতীয় ধাপে আরও ১৫জন যুব ক্রিকেটারের করোনা পরীক্ষা করে বিসিবি। এখানেই দুঃসংবাদ শুনতে হয় তাঁদের। ১৫জনের মধ্যে একজনের করোনা পজিটিভ এসেছে। তাঁর নাম ইফতেখার হোসেন ইফতি।

বরিশালের এই ক্রিকেটারের করোনা আক্রান্তের বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। তিনি বলেন, 'একজনের করোনা পজিটিভ এসেছে, ওকে আমরা আইসোলেশনে পাঠিয়ে দিয়েছি।'
ফলাফল নেগেটিভ আসার পর বুধবার (১৯ আগস্ট) সকাল ১০.৩৫ মিনিটে বিসিবির বাসে বিকেএসপির পথে রওনা দিতে দেখা যায় ১৪ জন যুবা ক্রিকেটারকে। বিশ্বচ্যাম্পিয়ন আকবর আলীদের যে বাসে যাতায়াত করানো হতো সেই বাসেই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম ছেড়েছেন তারা।
এর আগে সোমবার বিকএসপিতে গিয়েছেন আরও ১৫জন যুবা। বৃহস্পতিবার আরও ১৫জনের করোনা পরীক্ষা করা হবে। তৃতীয় ধাপের ফলাফল দেয়া হবে শুক্রবার। এরপর তারাও চলে যাবেন বিকেএসপিতে।
২২ আগস্ট সাভারের বিকেএসপিতে যুব ক্রিকেটারদের নিয়ে ক্যাম্প শুরু করবে বিসিবি। যদিও ক্যাম্পের শুরুতে কোচ নাভিদ নেওয়াজকে পাচ্ছে না যুবারা। নাভিদের জায়গায় যুবাদের কোচ হিসেবে থাকবেন সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি। তাঁর সঙ্গে থাকবেন তালহা জুবায়ের ও মোহাম্মদ সেলিম।