promotional_ad

৫ মাস পর তামিমের ৫০মিনিট

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


করোনায় দেশের ক্রিকেট বন্ধ হওয়ার আগে এ বছরের মার্চে শেষবারের মতো মাঠে নেমেছিলেন তামিম ইকবাল। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট ২০১৯-২০ মৌসুমে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের জার্সিতে, ১৬ই মার্চ অনুষ্ঠিত সেই ম্যাচে ওয়ানডে দলপতি করেছিলেন মাত্র ১৯ রান। এরপরই করোনার দাপটে দেশের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়।


সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু স্বাস্থ্যবিধি মেনে বিসিবি'র ব্যবস্থাপনায় ব্যক্তিগত অনুশীলন শুরু করেন ক্রিকেটাররা। যদিও এর প্রথম দুই ধাপে ছিলেন না তামিম। ইংল্যান্ডে চিকিৎসার জন্য গিয়ে, দেশে ফিরে ছিলেন কোয়ারেন্টাইনে।


অবশেষ ঠিক পাঁচ মাস পর মিরপুরে ফিরেছেন ওয়ানডে দলপতি। ক্রিকেটারদের  ব্যক্তিগত অনুশীলনের তৃতীয় ধাপে যোগ দিয়েছেন তিনি। তবে দীর্ঘ বিরতির পর প্রথম দিন অনুশীলন করতে নামার পর তার সংগ্রামটা বেশ স্পষ্ট ছিল। 



promotional_ad

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মূল মাঠে সকাল ১০টা ১০ মিনিটে ট্রেনার তুষার কান্তি’র সঙ্গে অনুশীলনে আসেন তামিম। প্রেসবক্স প্রান্ত থেকে ওই প্রান্তে নির্দিষ্ট দূরত্ব ঠিক করা হয়। গিয়ে ফিরে আসলে ধরা হবে এক চক্কর। 


রানিংয়ে এভাবেই দশ চক্কর দিয়ে থাকেন ক্রিকেটাররা। শুরুতে স্বাবলীলভাবে রানিং শুরু করলেও, প্রতি চক্করের পরপরই হাঁটুতে ভর করে বসে যেতে দেখা গেছে তামিমকে। ওয়ানডে দলপতি ১০ চক্কর শেষ করতে সময় নিয়েছেন ২১ মিনিট। রানিং শেষ করেই সোজা চলে যান ড্রেসিংরুমে।


বৃষ্টির কবলে পড়ে কিছুক্ষণ বিশ্রামের সুযোগও পেয়েছেন। ৪০মিনিট পর ইনডোরে ব্যাটিং করতে চলে যান তামিম। ১১টা ১০ মিনিট থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ব্যাটিং অনুশীলন করেন তিনি। তামিমের মতো এদিন ৫ মাস পর মিরপুরে এসেছিলেন মুস্তাফিজুর রহমান। সকালে এসেই জিম করেছেন এই বাঁহাতি পেসার।


তারপর আসেন রানিং করতে। বৃষ্টি নামায় দ্রুতবেগে ফিরতে হয়েছে ড্রেসিংরুমে। বৃষ্টি থামার পর শুরু হয় মুস্তাফিজের রানিং। ট্রেনার ইফতেখারুল ইসলাম ইফতির অধীনে রানিংয়ের শুরুর চারটি চক্কর দিয়েই হাপিয়ে উঠেন মুস্তাফিজ।



৭-৮ মিনিট বিশ্রাম নেয়ার পর ধীরে ধীরে ১০ চক্করের নির্ধারিত রানিং পর্ব শেষ করেন তিনি। পুরো ১০ রাউন্ড শেষ করতে মুস্তাফিজ সময় নিয়েছেন মোট ২৫ মিনিট। তামিম-মোস্তাফিজের আগে তৃতীয় ধাপের প্রথম দিনের অনুশীলনে সকাল সাড়ে আটটায় শের-ই-বাংলায় হাজির হয়েছেন সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। 


তিনজনেই প্রায় ঘণ্টাব্যাপী ব্যাটিং শেষে ঘাম ঝরিয়েছেন রানিং ও জিম সেশনে। মুশফিকুর রহিম অবশ্য কিপিং অনুশীলনও করেছেন। এছাড়াও সূচি অনুযায়ী অনুশীলন করেছেন মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন ও তাইজুল ইসলাম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball