অবসরে যাচ্ছে ধোনির জার্সি নম্বর ৭!
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক ক্রিকেট ??েকে অবসরের ঘোষণা দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। শনিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবসে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ‘ক্যাপ্টেন কুল’ খ্যাত ধোনি অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন।
ধোনির অবসরের ঘোষণা দেবার পর রবিবার (১৬ আগস্ট) তার ভক্তরা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) অনুরোধ জানিয়েছে ধোনির ব্যবহৃত জার্সিটিকেও অবসরে পাঠাতে। ধোনির প্রতি সম্মান প্রদর্শন করে তার ৭ নম্বর জার্সিটি পরবর্তিতে কাউকে ব্যবহার করতে না দেবার অনুরোধ জানান ভক্তরা।

রবিবার (১৬ আগস্ট) বিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়েছে ধোনির টুইটারের প্রায় ৮ মিলিয়ন ফলোয়ার চাইছেন ধোনির সঙ্গে সঙ্গে তার জার্সিকেও অবসরে পাঠাতে।
জানা গেছে ভক্তদের এই আবেদনে সম্মতি প্রকাশ করেছেন ধোনির সতীর্থ সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিকও।
ভারতের ক্রিকেটে সবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অবদান অসামান্য। ক্রিকেট বিশ্লেষকদের মতে ধোনি ভারতের ক্রিকেটকে নিয়ে গেছেন এক অনন্য পর্যায়ে। সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের অধীনে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ওয়ানডে বিশ্বকাপ জিতেছে। ভারতের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে তিনি সবসময়ই অগ্রগণ্য হয়ে থাকবেন।
২০১৯ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। এর পর তাকে আর দেখা যায়নি ২২ গজে। মূলত বিশ্বকাপের পর থেকেই তার অবসরের বিষয়ে জোর গুঞ্জন চলছিল যেটির বাস্তব রূপ নিয়েছে শনিবার (১৫ আগস্ট)
এর আগে ভারতীয় কিংবদন্তি সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকারের জার্সিটিকেও অবসরে পাঠায়েছিল বিসিসিআই।