promotional_ad

পাকিস্তানের সমতায় ফেরা না ইংল্যান্ডের সিরিজ জয়?

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সিরিজের প্রথম টেস্টে ওল্ড ট্রাফোর্ডে জয়ের খুব কাছাকাছি এসে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল সফরকারী পাকিস্তানকে। যার ফলশ্রুতিতে ৩ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে এই দুই দল। যেখানে স্বাগতিক ইংল্যান্ডের লক্ষ্য থাকবে সিরিজ নিজেদের করে নেয়া। আর পাকিস্তানের চোখ থাকবে সিরিজে সমতা আনা।


প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং বোলিং পারফরম্যান্স দেখিয়ে টেস্টের ৪র্থ দিন স্বাগতিকদের জয়ের জন্য ২৭৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল পাকিস্তান। প্রথম ইনিংসে পাকিস্তানের পেস আক্রমণের সামনে নাজেহাল ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ ভেঙ্গে পড়ায় জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল পাকিস্তান। সেই মোতাবেক এগিয়েও ছিল বেশ সফরকারীরা। ১১৭ রানেই ৫ ইংলিশ টপ অর্ডারকে সাজঘরে ফেরত পাঠিয়ে দিয়েছিল পাক বোলাররা।


কিন্তু তাদের সেই মধুর স্বপ্নে বাধ সাধেন জস বাটলার এবং ক্রিস ওকস। ৬ষ্ঠ উইকেটে এই দুই জনের ১৩৯ রানের জুটি ইংল্যান্ডকে পৌঁছে দেয় জয়ের দোরগোড়ায়। বাটলার ৭৫ করে থামলেও ওকস ৮৪ রান করে অপরাজিত থেকে দলকে এনে দেন দুর্দান্ত এক জয়। একই সঙ্গে ভাঙ্গেন গেল পাঁচ টেস্টে ইংল্যান্ডের প্রথম ম্যাচে হারের বৃত্তটিও।


এদিকে জেতা ম্যাচে শেষ পর্যন্ত হার নিয়ে মাঠে ছাড়লেও হাল ছাড়ছেন না পাকিস্তানের প্রধান কোচ মিসবাহ উল হক। দ্বিতীয় টেস্টে ঠিকই লড়াইতে ফিরে জয় ছিনিয়ে আনতে বেশ আত্মপ্রত্যয়ী সাবেক এই অধিনায়ক।


promotional_ad

মিসবাহ বলেন, 'প্রথম টেস্টে যেভাবে খেলেছি, তাতে আমি সন্তুষ্ট। ইংল্যান্ডকে কঠিন পরিস্থিতিতে মুখে ফেলে দিয়েছিল আমাদের বোলাররা। প্রথম ইনিংসে ব্যাটসম্যানরা ভালো করেছে। তাই আমার মনে হয়, আমাদের আরও ১০ থেকে ১৫ শতাংশ উন্নতি করতে হবে।'


'তবে চাপ নেয়ার ক্ষমতা আরও বাড়াতে হবে। কিন্তু আমরা মানসিকভাবে ভেঙ্গে পড়িনি। আমাদের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে। সিরিজে সমতা আনতে পুরো দল বদ্ধ পরিকর।'


অপরদিকে দ্বিতীয় ম্যাচের আগেই দুঃসংবাদ এসেছে ইংল্যান্ড শিবিরে। পারিবারিক কারণে টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দলের অন্যতম ভরসাবান অলরাউন্ডার বেন স্টোকস। বাবা অসুস্থ হওয়ায় বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থান করছেন স্টোকস।


তবে তাতেও আশাহত হচ্ছেন না ইংলিশ অধিনায়ক জো রুট। পাকিস্তানের বিপক্ষে যে কোনো চ্যালেঞ্জ নিয়ে দলের জয়ের বিষয়ে আশাবাদী এই ব্যাটসম্যান।


রুট বলেন, 'স্টোকসের অভাব অনুভব করব। তবে আমরা পাকিস্তানের বিপক্ষে যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আগের ম্যাচের বাটলার-ওকস যা করেছে, সেটি প্রমাণ করে আমরা যেকোনো পরিস্থিতিতে হাল ছাড়তে নারাজ। শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত সকলে।'


'সাউদাম্পটনেও ব্যাটসম্যান-বোলাররা ম্যাচ জেতাতে বলে আমার দৃঢ় বিশ্বাস। দ্বিতীয় টেস্টেও দল ভালো করবে বলে আমি আশাবাদী।'


সাউথ্যাম্পটনে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড-পাকিস্তান। বাংলাদেশ সময় বিকেল ৪ টায় মাঠে গড়াবে ম্যাচটি। একই ভেন্যুতে ২১ আগস্ট শুরু হবে সিরিজের শেষ টেস্টটি। এরপর ২৮ আগস্ট থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball