সেপ্টেম্বরের মাঝামাঝি শুরু জাতীয় দলের অনুশীলন
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
করোনার এই মহামারীর প্রাদুর্ভাবের মাঝেই হবে বাংলাদেশ-শ্রীলংকার টেস্ট সিরিজ। এ নিয়ে আলোচনা করতে বুধবার (১২ আগস্ট) বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তারা।
যেখানে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান, বিসিবি পরিচালক ও হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) প্রধান নাঈমুর রহমান দুর্জয়, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও নির্বাচক হাবিবুল বাশার।

সবকিছু ঠিক থাকলে ২৩ সেপ্টেম্বর লঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার (১২ আগস্ট) বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
আসন্ন সিরিজটিকে সামনে রেখে সেপ্টেম্বরের মাঝামাঝি অনুশীলন ক্যাম্প শুরু করবে জাতীয় দলের ক্রিকেটাররা। আকরাম খান এ প্রসঙ্গে বলেন, 'আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। আরেকটা ইস্যু ছিল আমরা এখানে (দেশে) আর সেখানে কতদিন অনুশীলন করব। সেটার মোটামুটি একটা সিদ্ধান্তে পৌঁছেছি।'
'আমরা খুব সম্ভবত সেপ্টেম্বরের মাঝামাঝি ১০-১২দিন অনুশীলন করে শ্রীলঙ্কা যাব এইচপি দল সহ। সেখানে ২০-২৫দিন একসঙ্গে অনুশীলন করব। তারপর তো আমাদের ২৪ অক্টোবর আমাদের খেলা আছে।'
আগামী ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় দল ও হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি) একসঙ্গে শ্রীলংকা সফরে যাবে। ২৪ অক্টোবর প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামবে টাইগাররা।