করোনায় আক্রান্ত মোশাররফ রুবেল, বাবা আইসিইউতে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ ক্রিকেটে ফের আঘাত হানলো করোনাভাইরাস। এবারে করোনায় আক্রান্ত হলেন বাংলাদেশের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। একই সঙ্গে করোনা পজিটিভ এসেছে তার বাবারও।
বাংলাদেশের হয়ে ৫টি ওয়ানডে খেলা এই ক্রিকেটার বর্তমানে বাসাতে আইসোলেশনে থাকলেও, তার বাবার অবস্থা ভালো না হওয়ায় তাকে রাখা হয়েছে একটি হাসপাতালের আইসিইউতে। তবে রুবেলের স্ত্রী এবং সন্তানের এখন পর্যন্ত করোনা শণাক্ত হয়নি।

রবিবার (৯ আগস্ট) রুবেল নিজে ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রুবেল বলেন, 'আমার বাবা কোভিড পজিটিভ, এখন হাসপাতালে ভর্তি, আইসিইউতে আছেন। এরপর পুরো পরিবারের করোনা টেস্ট করিয়েছি। আমার পজিটিভ এসেছে, বাচ্চা এবং স্ত্রীর রিপোর্ট এখনও নেগেটিভ। তারা আলাদা আছেন, আমি আইসোলেশনে আছি।'
বাংলাদেশের ক্রিকেটে করোনার হানা এই প্রথম নয়। এর আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, নাফিস ইকবাল, নাজমুল ইসলাম অপু করোনায় আক্রান্ত হয়েছিলেন। সকলেই বর্তমানে সুস্থ রয়েছেন।
আর শনিবার (৮ আগস্ট) করোনায় আক্রান্ত হবার খবর পাওয়া গেছে মাশরাফি বিন মুর্তজার বাবা-মায়ের।