নতুন অনূর্ধ্ব-১৯ দলে বিশ্বকাপজয়ী দুই ক্রিকেটার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চলতি মাসেই যুব ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) শুরু হবে অনূর্ধ্ব-১৯ দলের এক মাসের ক্যাম্প। ২২ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই ক্যাম্পে থাকছেন ৪৫জন যুব ক্রিকেটার।
৪৫জনের এই স্কোয়াডে আছেন যুব বিশ্বকাপ জয়ী দলের দুই ক্রিকেটার প্রান্তিক নাবিল এবং মেহরাব হোসেন অহিন। বিশ্বস্ত একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে।
এ বছর যুব বিশ্বকাপ জয়ী দলের সঙ্গে ছিলেন প্রান্তিক। তবে সুযোগ মেলেনি একাদশে। অহিন শুরুতে বিশ্বকাপ দলের রিজার্ভ বেঞ্চে থাকলেও মৃত্যুঞ্জয় চৌধুরীর চোটে টুর্নামেন্টের মাঝপথে দক্ষিণ আফ্রিকার বিমান ধরেন। স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচে মাঠে নামার সুযোগ হয়নি এই তরুণের।

বিসিবির গেম ডেভলপমেন্টের ম্যানেজার আবু এনাম মোহাম্মদ কায়সার বলেন, ‘বিশ্বকাপজয়ী গতবারের দল থেকে আমরা দুইটা ক্রিকেটারকে এবার রাখতে চাইছি। প্রান্তিক নাবিল এবং আরেকজন মেহরাব হোসেন। দুজনই গতবার আমাদের মূল স্কোয়াডে ছিলেন।
এছাড়া রিজার্ভ বেঞ্চে থাকা বিকেএসপির ছাত্র আশরাফুল ইসলাম সিয়াম এবারও সুযোগ পাচ্ছেন। গতবার মূল স্কোয়াডে না থাকলেও অনূর্ধ্ব-১৯ দলের হয়ে এশিয়া কাপ সহ কয়েকটি সিরিজের দলে ছিলেন তিনি।
ক্যাম্প শুরুর দুই সপ্তাহ আগে থেকেই নিজেদের করোনা অ্যাপের মাধ্যমে ক্রিকেটারদের শারীরিক খবর রাখবে বিসিবি। আগামি ১৫ আগস্ট মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমীতে একত্র করা হবে তাদের।
এরপর তিন ভাগ করে তাদের করোনা পরীক্ষা করানো হবে। নেগেটিভ ফলাফল আসার পরই ক্যাম্পের টিকিট পাবেন ক্রিকেটাররা। এই ক্যাম্পের পর আগামি বিশ্বকাপের জন্য প্রাথমিক দল গঠন করবেন ক্রিকেটাররা।
অনূর্ধ্ব-১৯ প্রাথমিক দল– মুশফিক হাসান, আরিফ আহমেদ, ফাহিম হাবিব, হাবিবুর রহমান, সানজিদুর রহমান, বায়েজিদ মিয়া, শাহরিয়াদ আলম, মুস্তাকিম মিয়া, আশিকুর রহমান, মহিউদ্দিন তারেক, আহসান হাবিব, নাঈমুর রহমান, আশরাফুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল হাসান, হাসিব হাওলাদার, অনিক চাকি, অনিক সরকার, ইমন আলী, মফিজুল ইসলাম, হৃদয় দেব, ফারদিন খান, ইফতেখার হোসেন, হাবিবুর রহমান, প্রান্তিক নওরোজ, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান, মোহাম্মদ জিল্লুর রহমান, আবু বকর আহমেদ, জাকারিয়া ইসলাম, আরাফাত ইসলাম, সাকিব শাহরিয়ার, সোহাগ আলী, মেহরাব হোসেন, আবদুল্লাহ আল মামুন, খালেদ হাসান, আইচ মোল্লাহ, সাগর আহমেদ, রিহাদ খান, সিয়াম আল সাকিব, শাহরিয়ার সাকিব, শাওন কাজী, মিজবাহ আহমেদ, মাকসুদুর রহমান, লিমন হোসেন ও মইনুল হাসান।