ক্রিকেটে ফিরতে মুখিয়ে মুশফিক

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দেশে করোনার প্রকোপে গেল মার্চ থেকে বন্ধ রয়েছে সকল ক্রিকেটীয় ইভেন্ট। তবে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে একক অনুশীলন শুরু করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। বিসিবির বেধে দেয়া সূচী অনুযায়ী একাকী অনুশীলন করেছেন তারা।
অনুশীলনে ফিরলেও ক্রিকেট কবে মাঠে ফিরবে তার এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা হয়নি। এমন বেকার সময় কাটানোর পর অনুশীলন শুরু করতে পেরে বেশ খুশি জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। সেই সঙ্গে তিনি মুখিয়ে রয়েছেন করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ক্রিকেটে ফিরতে।

রবিবার (২৬ জুলাই) অনুশীলনের এক পর্যায়ে ক্রিকফ্রেঞ্জিকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান মুশফিকুর রহীম।
মুশফিক বলেন, আসলে এটাতো আমাদের হাতে নেই। একজন ক্রিকেটার হিসেবে আমরা যেন ফিটনেস ধরে রেখে, স্কিল নিয়ে কাজ করে মানসিকভাবে ফিট থাকতে পারি সেটা চেষ্টা করতে হবে। আমরা সে কাজগুলোই করছি। নিয়মিত কোচদের সাথে বসছি, অনলাইনে অনেক আলোচনা করছি।'
'আমরা মনে করি সব মিলিয়ে সময়টা খারাপ যায়নি। পরিবারের সাথে ভালো একটা সময় কেটেছে। এখন মুখিয়ে আছি মাঠের মানুষ যেহেতু মাঠেই ফিরতে পারি এবং ম্যাচ খেলতে পারি।'