দুর্বলতা কাটিয়ে ফিরতে মরিয়া তাসকিন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আন্তর্জাতিক ক্রিকেটে তাসকিন আহমেদকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৮ সালের মার্চে; শ্রীলংকার বিপক্ষে কলোম্বোতে টি-টোয়েন্টি ম্যাচে। এরপর ইনজুরি, অফ ফর্মের জন্য জাতীয় দলের জার্সি গায়ে আর মাঠে নামা হয়নি ২৫ বছর বয়সী এই পেসারের।
তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ক্রিকেট শুরু হলে নিজেকে প্রমাণ করে আবারো জাতীয় দলে ফিরতে উন্মুখ হয়ে রয়েছেন তাসকিন। চলমান লকডাউনের ভেতর সেই লক্ষ্যে প্রস্তুত করেছেন নিজেকে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লকডাউনের পর প্রথমবারের মতো অনুশীলন করতে এসে ক্রিকফ্রেঞ্জিকে এমনটাই জানান তরুণ এই পেসার।
তাসকিন বলেন, 'আমার যেসব দুর্বলতা রয়েছে তার ভেতর ফিটনেস, ফিল্ডিং অন্যতম। তাই এই দুইটা জিনিস নিয়েই বেশি কাজ করার চেষ্টা করছি। বোলিংয়ে কোচদের সঙ্গে কথা বলে যতটুকু পারছি ড্রিল করার চেষ্টা করছি। যাতে করে ফিটনেস, ফিল্ডিংয়ে উন্নতি করতে পারি।'
'আমি চেষ্টা করছি লকডাউনের পর যেন আমি আমার ফিটনেসে আগের চেয়ে উন্নতি নিয়ে আসতে পারি, বোলিংয়েও। আসলে নিজেকে যেন উন্নত করতে পারি যাতে করে ফাইট ব্যাক করতে পারি এবং আগের মতো সব জায়গায় যাতে আমার সুযোগ হয় খেলার।'
২০১৪ সালে জাতীয় দলে অভিষিক্ত হয়ে এখন পর্যন্ত তাসকিন জাতীয় দলের হয়ে খেলেছেন ৫টি টেস্ট, ৩২টি ওয়ানডে এবং ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ। ঝুলিতে পুরেছেন ৬৪টি উইকেট।