সবকিছু পেসারদের বিপক্ষে যাচ্ছে: তাসকিন

ছবিঃ ফাইল ছবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


করোনা সংক্রমণ রোধে ক্রিকেটারদের জন্য বেশ কিছু নতুন গাইডলাইন বেধে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর ভেতর অন্যতম হল বলে থুতুর ব্যবহার বন্ধ করা।


বলে থুতুর ব্যবহার বন্ধের ফলে বেশি বিপাকে পড়বেন পেসাররা। কেননা বলে সুইং দেবার জন্য বল উজ্জ্বল করা অপরিহার্য্য। আর এই উজ্জ্বল করতে বোলারদের প্রচলিত প্রথা বলে থুতু ব্যবহার করা।


promotional_ad

তবে থুতুর ব্যবহার বন্ধের পর বোলিংয়ের সময় বিকল্প কিছু খুঁজে বের করার বিষয়ে আশাবাদী জাতীয় দলের তরুণ পেসার তাসকিন আহমেদ। নতুন নিয়মে এখন পর্যন্ত না খেললেও বাংলাদেশের খেলা শুরু হতে হতে বিকল্প কোনো পন্থা বের হবে বলে মন্তব্য করেন তিনি।


বৃহস্পতিবার (২৩ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের এক ফাঁকে ক্রিকফ্রেঞ্জিকে এমনতাই জানান তাসকিন আহমেদ।


তাসকিন বলেন, 'দিন যত যাচ্ছে সবকিছু পেসারদের বিপক্ষে যাচ্ছে। আর বল উজ্জ্বল করার বিষয়টা কমে যাচ্ছে কেননা বলে থুথু লাগানো যাবে না। পুরাতন বলে রিভার্স সুইং দেয়ার জন্য শাইনিং একটা বড় ইস্যু। যেহেতু এই নিয়মটা বন্ধ হচ্ছে তাই আশা করছি সামনে বল উজ্জ্বল করার জন্য বিকল্প কিছু বের হবে।'


'যদিও নতুন নিয়ম হবার পর ক্রিকেট খেলি নি। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দেখলাম। সবাই হাত মেলাচ্ছে একটু ব্যতীক্রম ভাবে। বল উজ্জ্বল করছে অন্যভাবে। আশা করি আমাদের যখন খেলা শুরু হবে তখন বিকল্প কোনো পদ্ধতি বের হয়ে যাবে। যদিও একটু কঠিন। এর ভেতরে থেকেই মানিয়ে চলতে হবে।'


ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই ক্রিকেট ফিরতে যাচ্ছে বাংলাদেশের। ক্রিকেট পারায় জোরেশোরে গুঞ্জন চলছে শ্রীলংকা সফর এবং ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শুরু নিয়ে। গুঞ্জন চলছে ঈদের পর লঙ্কা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। আর পরিকল্পনা চলছে সেপ্টেম্বর অক্টোবরে ডিপিএলের বাকি খেলা শুরুর বিষয়ে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball