promotional_ad

দীর্ঘদিন পর মাঠে ফিরে স্বস্তি তাসকিনের

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


করোনার প্রভাবে লম্বা সময় ধরে বন্ধ রয়েছে দেশের ক্রিকেট। খেলা না থাকায় লম্বা সময় ধরে মাঠে নেই ক্রিকেটারদের পদচারনা। তবে চলতি সপ্তাহের শুরু থেকে স্টেডিয়ামে ক্রিকেটারদের একক অনুশীলনের ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটাররা রানিং এবং ব্যাটিং অনুশীলন করতে পারবেন এখন থেকে।


দীর্ঘ প্রায় পাঁচ মাস পর প্রথমবারের মতো বৃহস্পতিবার (২৩ জুলাই) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেতে এসেছিলেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। অনুশীলন করতে এসে বেশ উচ্ছ্বাসিত দেখা গিয়েছিল এই ক্রিকেটারকে।


অনুশীলনের এক ফাঁকে ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছেন তিনি লম্বা সময় পর স্টেডিয়ামে এসে অনুশীলনের অনুভূতি।


promotional_ad

তাসকিন বলেন, 'আসলেই অনেক ভালো লাগছে। এতোদিন পর মিরপুর স্টেডিয়ামে ঢুকতে পেরে বেশ ভালো লাগছে। এতোদিন পরে মাঠে ঢুকেছি, ড্রেসিংরুমে ঢুকতে পেরেছি। একটা অন্যরকমের ভালো লাগা। বাসাতে এতোদিন যতটুকুই পেরেছি ট্রেনিং করেছি, কিন্তু মিরপুর স্টেডিয়ামে আসার সুযোগ হয়নি। আজকে ৫ মাস পর মিরপুর স্টেডিয়ামে ঢুকতে পারলাম, বেশ স্বস্তি লাগছে।'


দেশের করোনা পরিস্থিতিতে খেলা বন্ধ থাকায় বেশ অস্থিরতায় ভুগছেন তাসকিন। তবে তিনি আশা করছেন শীঘ্রই দেশের পরিস্থিতি খেলা শুরু করার অনুকূলে চলে আসবে এবং আবার খেলা শুরু হবে।


জাতীয় দলের এই পেসার এ প্রসঙ্গে বলেন, 'একজন খেলোয়াড় হিসেবে মাঝেমধ্যে অস্থির হয়ে যাচ্ছি যে খেলতে পারছি না এতোদিন ধরে। আমার কাজই খেলাধুলা করা, আমি খেলতে পারছি না। অনেকের তো অফিস শুরু হয়ে গেছে, বিভিন্ন কাজ শুরু হয়ে গেছে কিন্তু আমার খেলা বন্ধ। এটা অবশ্যই একটু খারাপ লেগেছে। আল্লাহ যদি চান, এটাই দোয়া করছি খেলা যেন শুরু হয়, দেশের পরিস্থিতি যেন স্বাভাবিক হয়।'


লম্বা সময় পর মাঠে অনুশীলনের সুযোগ করে দেয়ায় তাসকিন এ সময় কৃতজ্ঞতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি। সেই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন সাবধানতা অবলম্বন করেই ক্রিকেটাররা তাদের কাজ করবেন।


২৫ বছর বয়সী এই পেসার বলেন, 'অসংখ্য ধন্যবাদ বিসিবিকে এমন সুযোগ করে দেয়ার জন্য। বিসিবি তাদের তরফ থেকে যতটুকু সম্ভব করছে। এখন আমাদের নিজেদের মেইন্টেইন করতে হবে। সাবধানতা অবলম্বন করতে হবে। আমি নিশ্চিত যে সেটা সবাই করছে। সবাই চাচ্ছে যত দ্রুত সম্ভব খেলা শুরু হোক।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball