অনুশীলনে যোগ দিচ্ছেন তাসকিন-রানা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনার দীর্ঘ বিরতির পর অবশেষে মাঠে ফিরেছেন ক্রিকেটাররা। রবিবার (১৯ জুলাই) থেকে মাঠে একক অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বেধে দেয়া সূচী অনুযায়ী শেষ হয়েছে প্রথম দুই দিনের অনুশীলন।
কিন্তু দুই দিন পেরুতে না পেরুতেই সূচীতে পরিবর্তন আনলো বিসিবি। সোমবার (২০ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন সূচী প্রকাশ করে বিসিবি। সূচী অনুযায়ী নতুন ক্রিকেটার হিসেবে অনুশীলনে যোগ দিবেন তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান রানা। দুই জনই শের-ই-বাংলায় অনুশীলন করবেন।
পরিবর্তিত সময় অনুযায়ি তৃতীয় দিন ৯টা থেকে ৯.৪৫ পর্যন্ত অনুশীলনের সুযোগ পাবেন শফিউল ইসলাম। ইমরুল কায়েস ৯.৩০ থেকে ১১.১০ এবং মেহেদী রানা অনুশীলন করবেন ১১.২০টা থেকে ১২টা পর্যন্ত।

তৃতীয় দিন থেকে অনুশীলনের সময় বাড়ছে খুলনায় অনুশীলন করা মাহাদী হাসানের। ৯টা থেকে ১১.৩০ পর্যন্ত করতে পারবেন তিনি অনুশীলন।
২২ জুলাই ইমরুলের অনুশীলনের সময় ১০ মিনিট কমিয়ে ১১.২০ পর্যন্ত করা হয়েছে। একই দিন ৯টা থেকে ৯.৪৫ এর স্লট দেয়া হয়েছে রানাকে। অপরিবর্তিত রয়েছে মিঠুনের সময়।
অনুশীলনের পঞ্চম দিন যোগ দিতে যাচ্ছেন তাসকিন আহমেদ। শের-ই-বাংলায় ১১.৪০ থেকে ১২.২৫ পর্যন্ত অনুশীলন করবেন তাসকিন। পরিবর্তন এসেছে মুশফিকের অনুশীলনের সময়েও। এই দিন ১১.৪০ পর্যন্ত অনুশীলনের কথা থাকলেও নতুন সূচী অনুযায়ী ১১.২০ পর্যন্ত অনুশীলন করতে পারবেন তিনি।
২৫ জুলাই পরিবর্তন এসেছে ইমরুলের সময় সূচীতে। পূর্বের সময় অনুযায়ী ১২.৪০ এ অনুশীলন শেষ হবার কথা থাকলেও এদিন অনুশীলন শেষ হবে ১২.৫০ এ। আর ১টা থেকে ১.৪৫ পর্যন্ত সময় বেধে দেয়া হয়েছে মেহেদী রানার জন্য।
শেষদিন সবার সূচী অপরিবর্তিত রয়েছে। শুধু নতুন করে যোগ হয়েছেন তাসকিন আহমেদ। ১টা থেকে ১.৪৫ পর্যন্ত অনুশীলন করবেন তিনি।
এদিকে খুলনায় অনুশীলন করা মাহাদী হাসানের ২৩ জুলাইয়ের অনুশীলনের সময় এসেছে পরিবর্তন। আগের সূচী ৯টা থেকে ১০টা পর্যন্ত তো রয়েছেই। সেই সঙ্গে যুক্ত হয়েছে ১২তা থেকে ১টার শিডিউল। অনুশীলনের শেষ দিন পর্যন্ত বলবৎ থাকবে তার এই নতুন সূচী।