promotional_ad

কাল থেকে অনুশীলনে মুশফিক-ইমরুলসহ ৯ ক্রিকেটার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনার দীর্ঘ বিরতির পর অবশেষে মাঠে ফিরছেন ক্রিকেটাররা। রবিবার (১৯ জুলাই) থেকে মাঠে একক অনুশীলন করতে পারবেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের এই অনুশীলনকে সামনে রেখে শনিবার (১৮ জুলাই) খেলোয়াড়দের অনুশীলনের সূচী নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


দেশের ৪টি স্টেডিয়ামে ১৯ থেকে ২৬ জুলাই পর্যন্ত প্রথম পর্বে অনুশীলন করতে পারবেন ক্রিকেটাররা। স্টেডিয়ামগুলো হল- ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম, এবং খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম।


অনুশীলনে রানিং, জিম এবং ব্যাটিং অনুশীলনের সুযোগ রাখা হয়েছে। তবে চট্টগ্রাম এবং খুলনায় শুধুমাত্র রানিং এবং জিমের ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম পর্বে এই দুই স্টেডিয়ামে অনুশীলন করতে আসা ক্রিকেটাররা পাবেব না ব্যাটিং অনুশীলনের সুবিধা। অনুশীলন শুরু হবে সকাল ৯ টা থেকে। চলবে বেলা ১টা পর্যন্ত।


প্রথম পর্বের অনুশীলনের সুযোগ পাচ্ছেন সর্বমোট ৯ জন। ঢাকায় অনুশীলন করবেন মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, ইমরুল কায়েস, শফিউল ইসলাম। সিলেটে সৈয়দ খালেদ, নাসুম আহমেদ। খুলনায় মাহাদি হাসান, নুরুল ইসলাম সোহান আর চট্টগ্রামে নাঈম হাসান।


শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের অনুশীলনে সকাল ৯ টায় ব্যাটিং অনুশীলনে মাঠে নামবেন মিঠুন। ৯টা থেকে ৯.৫০টা পর্যন্ত ব্যাটিং অনুশীলন করে ১০.১০টা থেকে ১০.৪০টা পর্যন্ত রানিং করবেন তিনি। এরপর ১০.১০টায় ব্যাটিং অনুশীলন করতে হোম অফ ক্রিকেটে আসবেন মুশফিকুর রহীম। ১১.১০টা পর্যন্ত


promotional_ad

ব্যাটিং অনুশীলন করে ১১.৩০টা থেকে ১২.১৫টা পর্যন্ত রানিং করবেন তিনি। আর ৯টা থেকে ৯.৪৫টা পর্যন্ত রানিং করবেন শফিউল ইসলাম। সিলেটে প্রতিদিনই ৯টা থেকে ১০টা পর্যন্ত অনুশীলন করবেন সৈয়দ খালেদ (২০ এবং ২২ জুলাই ব্যতীত), এরপর ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুশীলন করবেন নাসুম আহমেদ (২১ জুলাই ব্যতীত)।


মেহেদি হাসান এবং নুরুল ইসলাম সোহান অনুশীলন করবেন খুলনায়। ৯টা থেকে ১০টা পর্যন্ত স্লট নির্ধারিত হয়েছে মেহেদি হাসানের জন্য (অনুশীলন নেই ২০ এবং ২২ জুলাই)। অপরদিকে ১০.৩০টা থেকে ১১.৩০টা পর্যন্ত অনুশীলনের সুযোগ পাবেন নুরুল হাসান (অনুশীলন নেই ২১ জুলাই)।


আর চট্টগ্রামে প্রথম পর্বে একাই অনুশীলন করবেন নাঈম হাসান। শুধুমাত্র ২১ জুলাই তিনি করবেন না অনুশীলন। বাকি ৬ দিন সকাল ১০.৩০টা থেকে ১১.৩০টা পর্যন্ত চলবে তার অনুশীলন।


এদিকে মিরপুরে দ্বিতীয় দিনে (২০ জুলাই) মোহাম্মদ মিঠুনের সঙ্গে অনুশীলন করতে আসছেন ইমরুল কায়েস। মিঠুন ব্যাটিং অনুশীলন করবেন ৯.৩০টা থেকে ১০.৩০টা পর্যন্ত। আর রানিং করবেন ১০.৫০টা থেকে ১১.৩০টা পর্যন্ত। আর ইমরুল কায়েস ১০টা থেকে ১০.৩০ পর্যন্ত ব্যাটিং করে ১১টা থেকে ১২টা পর্যন্ত করবেন রানিং।


২১ জুলাই শের-ই-বাংলায় ৯.৪৫টা থেকে ১০.৪৫টা পর্যন্ত ব্যাটিং করবেন ইমরুল কায়েস। এরপর তার ১১টা থেকে ১১.৩০ পর্যন্ত রানিং সেশন। ১০টা থেকে ১০.৩০টা পর্যন্ত রানিং করবেন মুশফিকুর রহীম, এরপর ১১টা থেকে ১২টা পর্যন্ত করবেন ব্যাটিং। ৯টা থেকে ৯.৪৫ পর্যন্ত রানিং করবেন শফিউল ইসলাম।


২২ জুলাই অনুশীলনের চতুর্থ দিনে ৯.৩০টা থেকে ১০.৩০টা পর্যন্ত ব্যাটিং করবেন ইমরুল কায়েস, এরপর ১১টা থেকে ১১.৩০টা পর্যন্ত করবেন রানিং। আর ১০টা থেকে ১২টা পর্যন্ত চলবে মোহাম্মদ মিঠুনের অনুশীলন।


বৃহস্পতিবার (২৩ জুলাই) অনুশীলন করবেন মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম এবং শফিউল ইসলাম। ৯.৩০টা থেকে ১১.৪০ পর্যন্ত অনুশীলনে থাকবেন মুশি, ১০টা থেকে ১২টা পর্যন্ত থাকবেন মিঠুন এবনহ শফিউলের স্লট নির্ধারিত হয়েছে ৯টা থেকে ৯.৪৫টা পর্যন্ত।


শুক্রবার (২৪ জুলাই) থাকছে না কোনো অনুশীলন।


২৫ জুলাই শনিবার মিরপুরে অনুশীলন করবেন ৪ জনই। ৯টা থেকে ১১.১০টা পর্যন্ত থাকবেন মুশি, ৯.৩০টা থেকে ১০.১৫ শফিউল, ১০.৪০টা থেকে ১২.৪০টা ইমরুল কায়েস এবং সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত অনুশীলন করবেন মিঠুন।


প্রথম পর্বের শেষ দিনে অনুশীলনের সূচী নির্ধারিত হয়েছে ইমরুল কায়েস, মিঠুন এবং শফিউলের জন্য। ৯টা থেকে ১০.৫০টা পর্যন্ত অনুশীলন করবেন মিঠুন। ১১.২০টা থেকে ১২.৪০টার স্লট ইমরুলের জন্য এবং ৯.১৫ থেকে ১০টা পর্যন্ত রানিং করবেন শফিউল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball