স্থগিত শ্রীলঙ্কার ঘরোয়া লিগ, শঙ্কা এলপিএল আয়োজনেও

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি মাসেই ক্রিকেট ফেরার কথা ছিল শ্রীলঙ্কায়। ১৪ জুলাই থেকে শুরু হওয়ার কথা থাকলেও, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত স্থগিত করা হয়েছে টুর্নামেন্টটি। মূলত শ্রীলঙ্কার করোনা পরিস্থিতির কথা ভেবেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বিষয়টি নিশ্চিত করেছে।
নতুন করে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। তবে এর আগে লিগের গঠন এবং নিয়মে পরিবর্তন আনা হতে পারে। যে জন্য ইজিএমের সাধারণ সদস্যদের সম্মতি নিতে বলা হয়েছে।

ঘরোয়া টুর্নামেন্ট স্থগিত হওয়ার পাশাপাশি শঙ্কা রয়েছে আসন্ন শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) নিয়েও। ৮ আগস্ট থেকে ২০ আগস্ট হওয়ার কথা ছিল টুর্নামেন্টটি। কিন্তু দেশটির করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় এই টুর্নামেন্ট মাঠে নাও গড়াতে পারে।
৫জুলাই নির্ধারিত হয়েছে শ্রীলঙ্কায় সাধারণ নির্বাচনের দিনক্ষণ। এরপরই শুরু হওয়ার কথা এলপিএলের। মোট ৫ দলের অংশগ্রহণে শুরু হওয়ার কথা ছিল এলপিএল। প্রতিটি দল সর্বোচ্চ ৬জন বিদেশি ক্রিকেটার থাকবে।
২০১১ সালে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ (এসএলপিএল) আয়োজনের ঘোষণা দিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। তবে সে বছর তা অনুষ্ঠিত হয়নি। এক বছর পর ২০১২ সালে মাঠে গড়ায় এসএলপিএল। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে স্থগিত হয়ে যায় শ্রীলঙ্কার এই টি-টোয়েন্টি লিগ।
এরপর আর মাঠে গড়ায়নি এসএলপিএল। এবার ৮ বছর পর আবারো নতুন করে টি-টোয়েন্টি লিগ আয়োজন করতে যাচ্ছিলো শ্রীলঙ্কা। লঙ্কা প্রিমিয়ার লিগ নামে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা ছিল চলতি বছরের আগস্টে।