ইংল্যান্ডেই করোনা জয় করলেন কাশিফ ভাট্টি

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দেশ থেকে করোনা নেগেটিভ হয়ে ইংল্যান্ডে গিয়ে করোনা পজিটিভ হয়েছিলেন পাকিস্তানি স্পিনার কাশিফ ভাট্টি। ফলে ছিলেন দল থেকে দূরে। অবশেষে খুশির সংবাদ পেলেন তিনি। ইংল্যান্ডে গিয়ে দ্বিতীয় টেস্টে করোনার সংক্রমণ থেকে রেহাই পেলেন তিনি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রমতে জানা গেছে, 'খেলোয়াড়টির (কাশিফ ভাট্টি) দ্বিতীয় পরীক্ষাতেও নেগেটিভ এসেছে। তাই অন্য খেলোয়াড় ও স্টাফদের সংক্রমিত হওয়ার শঙ্কা নেই।'
এর আগে দেশে থাকাকালীন দুইবার করোনা পরীক্ষায় উত্তির্ণ হয়ে ইংল্যান্ডে জন্য রওয়ানা হয়েছিলেন ভাট্টি। এমনকি পাকিস্তান বিমানবন্দরের পরীক্ষাতেও নেগেটিভ এসেছিলেন এই স্পিনার। কিন্তু ইংল্যান্ডে এসে করোনা পজিটিভ হয়েছিলেন ভাট্টি।
এদিকে সুসংবাদ পেয়েছেন আরেক পাকিস্তানি ক্রিকেটার হারিস রউফও। সর্বশেষ করোনা পরীক্ষায় পজিটিভ হলেও বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তথ্য মতে, ফলাফল নেগেটিভ হলে তবেই ২৬ বছর বয়সী পেসারকে পাঠানো হবে ইংল্যান্ডে।
আগামী আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।