পিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে পেপসি

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে স্পন্সর সমস্যায় ভোগে পাকিস্তান ক্রিকেট দল। কোমল পানীয় প্রস্তুতকারী সংস্থা পেপসির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। এরপর চুক্তির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানায় তারা। এবার জানা গেল, পিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ ২০২১ সাল পর্যন্ত বাড়িয়েছে পেপসি।
পিসিবির সঙ্গে দুই দশকের পুরোনো সম্পর্ক পেপসির। তারপরও চুক্তির মেয়াদ বাড়াতে প্রথম দিকে অস্বীকৃতি জানায় তারা। এবার অবশ্য ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি বাড়িয়েছে তারা।

এই ব্যাপারে পিসিবির বোর্ড পরিচালক বাবর হামিদ বলেন, '১৯৯০ সাল থেকেই পেপসি আমাদের মূল্যবান পার্টনার। মাঠে আমাদের দারুণ মুহূর্তগুলো আমরা শেয়ার করেছি। পরবর্তী ১২ মাস আমরা সেটা চালিয়ে যেতে চাই।'
এদিকে শুরুতে যখন পেপসি পিসিবির সঙ্গে চুক্তির ??েয়াদ বাড়াতে অস্বীকৃতি জানায় তখন বেকায়দায় পড়ে পিসিবি। কেননা অন্য কোনও স্পন্সরও খুঁজে পাচ্ছিলো না তারা।
এই অবস্থায় এগিয়ে আসেন দেশটির সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। নিজ ফাউন্ডেশনকে পিসিবির সম্মুখে আনেন তিনি। ফলে আসন্ন ইংল্যান্ড সিরিজে পেপসির পাশাপাশি শহিদ আফ্রিদির ফাউন্ডেশনের লোগোও থাকবে পাকিস্তানের জার্সিতে।