promotional_ad

'নেতৃত্ব' ছাড়লেন মমিনুল-তামিম-রিয়াদরা!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| স্পেশাল করেসপন্ডেন্ট || 


শিরোনাম দেখে চমকে গেছেন নিশ্চয়ই। চমকে যাওয়ারই কথা। মনে হওয়াও স্বাভাবিক যে এই খেলা না থাকার সময়ে একযোগে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি ক্যাপ্টেন 'ক্যাপ্টেন্সি' ছেড়ে দিতে যাবেন কোন দুঃখে? না, আসলে মমিনুল হক, তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদরা নিজ নিজ পদেই আছেন। তাই বলে শিরোনামেও ভুল নেই কোনো।


'অন দ্য ???িল্ড' না হোক, 'অব দ্য ফিল্ড' তারা ঠিকই 'নেতৃত্ব' ছেড়েছেন। তাদের সঙ্গে নেতৃত্বে থাকা সাবেক ক্যাপ্টেন মুশফিকুর রহিমও এই তিনজনের সঙ্গে মাঠের বাইরের নেতাগিরি থেকে গুটিয়ে নিয়েছেন নিজেকে। সাধারণ ক্রিকেটারদের অবিশ্বাসের 'ঠ্যালা' আর সামলাতে চান না বলেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে খেলোয়াড়দের সূত্রে।  


promotional_ad

করোনা ভাইরাসের কারণে গত ১৬ মার্চ থেকে বাংলাদেশে অচল হয়ে যাওয়া ক্রিকেট আবার সচল করার জোরদার আলোচনা বেশ কিছুদিন ধরেই চলমান বড় কর্মকর্তা, খেলোয়াড়দের সংগঠন কোয়াব এবং ঢাকা প্রিমিয়ার লিগের ক্রিকেটারদের মধ্যে। লিগের ওপর নির্ভরশীল ক্রিকেটারদের আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়াতেই ক্রিকেট মাঠে ফেরানোর তোড়জোর। কিন্তু মাশরাফি বিন মর্তুজার মতো তারকা থেকে নাজমুল ইসলাম অপুরা করোনায় আক্রান্ত হতেই ক্রিকেট ফেরানোর আলোচনা গতিও হারিয়েছে।


শুরু থেকেই এই আলোচনায় সাধারণ ক্রিকেটারদের নেতৃত্বে থাকা তিন ফরম্যাটের তিন ক্যাপ্টেন এবং মুশফিক সাবধানতার কথাও মনে করিয়ে দিতে চেয়েছেন। তাতেই আলোচনা সামান্য ঘুরে যাওয়াতে সাধারণ ক্রিকেটাররা খেপেছেন। তারকা ক্রিকেটারদের নেতৃত্বে আস্থাও হারিয়েছেন তারা। অনৈক্যের সুর বেজে উঠতেই বিরক্ত তারকারা ক্রিকেট ফেরানোর আলোচনা থেকে 'ওয়াক আউট'ও করেছেন। তাদের কথা এখন, 'ভাই, আলোচনা যা করার, তোমরা করে নাও। আমরা আর এর মধ্যে নেই।' 


শুরুতে আলোচনা ছিল কোরবানির ঈদের পর প্রিমিয়ার লিগ দিয়ে ক্রিকেট ফেরানোর। কিন্তু অবস্থাদৃষ্টে সেপ্টেম্বর-অক্টোবরের আগে ফেরানো যাবে বলে মনে হচ্ছে না। সাধারণ ক্রিকেটাররা এর দায় চাপাচ্ছেন তারকাদের ওপর। মাঠে ফেরার ক্ষেত্রে তামিমদের সদিচ্ছার অভাবই নাকি কর্তাদেরও আগ্রহে জল ঢেলে দিয়েছে। এমন অভিযোগ শুনেই তারকারা এই আলোচনার নেতৃত্বে থাকার আগ্রহ হারিয়ে ফেলেছেন। অভিমান করে মুশফিক নাকি এমন কথাও বলেছেন, 'আমরা খেলতে চাই না, কে বলল? সবাই যখন ঘরে, তখন আমি তো ঠিকই মাঠে যাচ্ছি।'


ফর্টিস ফুটবল একাডেমির মাঠে নিয়মিত যাতায়াত করছেন মুশফিক। তার মতো তিন ক্যাপ্টেনও ব্যাটন ছেড়ে দিয়ে সাধারণ ক্রিকেটারদের বলে দিয়েছেন, পারলে তাদের হিস্যা বুঝে নিতে। কর্তাদের রাজি করাতে পারলে জানাতে এবং নিজেরা প্রিমিয়ার লিগ খেলবেন কিনা, সে সিদ্ধান্ত নেবেন পরে। আশ্চর্যের ব্যাপারই। গত অক্টোবরে সাধারণ ক্রিকেটার থেকে তারকা নির্বিশেষে এক ছাতার নীচে দাঁড়িয়ে ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আন্দোলন করেছেন। সে ঘটনার বছর না ঘুরতেই ক্রিকেটারদের মধ্যে পারস্পরিক বিশ্বাসে ফাটল ধরে গেল। এত বড় ফাটল যে আলোচনা থেকেই ক্ষান্ত দিলেন তিন ক্যাপ্টেন আর মুশফিক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball