promotional_ad

ইংল্যান্ডের দ্বারস্থ হও, কানেরিয়াকে পিসিবি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০০৯ সালে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে এসেক্সের হয়ে খেলাকালীন স্পট-ফিক্সিংয়ে জড়িত হয়েছিলেন ডানিশ কানেরিয়া। যে কারণ ২০১২ সালে পাকিস্তানের এই লেগ স্পিনারকে আজীবন নিষিদ্ধ করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। 


আজীবন এই নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে আবেদন করেছিলেন কানেরিয়া। তবে পিসিবি জানিয়েছে, এখানে তাদের কিছুই করার নেই। কারণ তাঁকে শাস্তি পিসিবি দেয়নি। 


promotional_ad

পিসিবি জানিয়েছে, কানেরিয়াকে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে ইসিবির পক্ষ থেকে। তাই ইসিবির দ্বারস্থ হতে বলা হয়েছে তাঁকে। এই বিষয়ে শবিবার এক বিবৃতি দেয়া হয়েছে পিসিবির পক্ষ থেকে।  


বিবৃতিতে বলা হয়, আর্টিকেল ৬.৮ অনুযায়ী ইসিবির যে ট্রাইব্যুনাল তাকে আজীবনের নিষেধাজ্ঞা দিয়েছে। সেই ট্রাইব্যুনাল প্রধানই তাকে পুনরায় খেলার অনুমতি দিতে পারে। পিসিবি বলেছে, ‘ইসিবির দুর্নীতি বিরোধী আইনের ৬.৮ ধারা অনুযায়ী পিসিবি আপনাকে ইসিবির সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দিচ্ছে।’


২০০০ সালে পাকিস্তানের হয়ে অভিষেক হয় কানেরিয়ার। ২০১০ সাল পর্যন্ত দেশের হয়ে খেলার সুযোগ পেয়েছেন এই লেগ স্পিনার। ৬১ টেস্টে তাঁর শিকার ২৬১ উইকেট। দেশের হয়ে ১৮টি ওয়ানডেও খেলেছেন তিনি। 


২০১২ সালে শেষবারের মতো মাঠে নেমেছিলেন কানেরিয়া। এরপর স্পট ফিক্সিং কান্ডে নিষিদ্ধ হয়ে ৮ বছর ধরে মাঠের বাইরে আছেন তিনি। প্রথমে অভিযোগ অস্বীকার করলেও ২০১৮ সালে অভিযোগ স্বীকার করে নেন সব। যে কাওরনে পিসিবি বলেছে, একমাত্র ইসিবিই তার বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball