promotional_ad

বিশ্রামে স্টোকস-বাটলাররা, ডাক পেয়েছেন মঈন-বেয়ারস্টো

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য বৃহস্পতিবার ২৪ সদস্যের অনুশীলন স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। চোটের কারণে এই স্কোয়াডের জন্য বিবেচনা করা হয়নি তিনজনকে। এরা হলেন ক্রিস জর্ডান (হাতের চোট), প্যাট ব্রাউন (পিঠের চোট) এবং ডেভিড মালান (হাঁটুর চোট)।


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক বেন স্টোকস এবং সহ অধিনায়ক জস বাটলার এবং জফরা আর্চার, ক্রিস ওকস এবং মার্ক উড নেই এই ২৪ জনের স্কোয়াডে। টেস্টের ব্যস্ত সূচির কথা ভেবে ওয়ানডে সিরিজের জন্য বিশ্রাম দেয়া হয়েছে তাদের।


সন্তানসম্ভাব্য স্ত্রীর পাশে থাকতে চলমান সিরিজের প্রথম টেস্টে খেলছেন না জো রুট। তবে ওয়ানডের এই স্কোয়াডে আছেন তিনি। বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগানও থাকছেন এই সিরিজে। এছাড়া টম ব্যান্টন, লুইস গ্রেগরি, লিয়াম লিভিংস্টন, ফিল সল্ট সহ একাধিক তরুণ ক্রিকেটারদের রাখা হয়েছে এই স্কোয়াডে।  


promotional_ad

ক্যারিবিয়ানদের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের স্কোয়াডে জায়গা হয়নি মঈন আলী এবং জনি বেয়ারস্টোর। তবে সীমিত ওভারের এই ট্রেনিং স্কোয়াডে আছেন দুজনই। এছাড়া জেমন্স ভিন্স, স্যাম বিলিংস এবং ডেভিড উইলিদেরও জায়গা দেয়া হয়েছে।


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজ শেষ হবে ২৯ জুলাই। এরপরের দিনই আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামবে ইংলিশরা। ৩০ জুন রোজ বোলে হবে প্রথম ম্যাচটি।


৪ আগস্ট হবে সিরিজের শেষ ওয়ানডে। এরপরের দিন ৫ আগস্ট পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হবে ইংল্যান্ডের। এই সিরিজে ৩টি টি-টোয়েন্টিও খেলবে দু'দল। সিরিজে অংশ নিতে ইতোমধ্যে ইংল্যান্ডে পৌঁছে কোয়ারেন্টাইনে আছে পাকিস্তানের ক্রিকেটাররা।


আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধান কোচের ভূমিকায় থাকবেন সহকারী কোচ পল কলিংউড। নিয়মিত কোচ ক্রিস সিলভারউড এই সিরিজে বিশ্রামে যাবেন। ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন মার্কাস থ্রেসকোথিক এবং বোলিং কোচ হিসেবে থাকবেন জন লিউইস। 


ইংল্যান্ডের ২৪ সদস্যের অনুশীলন স্কোয়াডঃ ইয়ন মরগান (অধিনায়ক), মইন আলী, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস (কেন্ট), হেনরি ব্রুকস, ব্রাইডন কার্স, টম কারান, লিয়াম ডওসন, বেন ডাকেট , লরি ইভান্স, রিচার্ড গ্লেসন, লুইস গ্রেগরি, স্যাম হেইন, টম হেলম, লিয়াম লিভিংস্টন , সাকিব মাহমুদ, ম্যাথিউ পার্কিনসন, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস ট্রপলি, জেমন্স ভিন্স, ডেভিড উইলি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball