promotional_ad

ক্রিকেট শুরু না হওয়ার দায় মাশরাফিদের! 

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| স্পেশাল করেসপন্ডেন্ট ||


সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজের পেইজে একটি ছবি আপলোড করেছেন মুশফিকুর রহিম। যাতে দেখা যাচ্ছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দাঁড়িয়ে তিনি। ছবির নীচে ক্যাপশন, ‘একমাত্র সর্বশক্তিমানই জানেন, কবে আমরা আবার শুরু করতে পারবো?’


মাঠে কিংবা ক্রিকেটীয় কর্মকাণ্ডে ফিরতে ‘মিস্টার ডিপেন্ডেবল’ কতটা মরিয়া হয়ে আছেন, ছবি আর ক্যাপশনই তা বোঝাতে যথেষ্ট। তবে মুশফিক কিংবা অন্যান্য তারকা ক্রিকেটারদের চেয়ে মাঠে ফিরতে আরো বেশি মরিয়া হয়ে আছেন জাতীয় দলের বাইরের ক্রিকেটাররা। তারকা খেলোয়াড়দের মতো যাদের প্রচুর টাকা নেই।


ব্যাংক ব্যালেন্সও সামান্য কিন্তু এই করোনার সময়ে সেই সঞ্চয়েও টান পড়েছে। যত দ্রুত সম্ভব ঘরোয়া ক্রিকেট দিয়ে তারা মাঠে ফিরতে চান। বন্ধ হওয়া রোজগার চালু করতে চান। চালু হচ্ছে না বলে অভিযোগের তীর এখন ছুটছে বিসিবির দিকেও।


promotional_ad

তারা কেন ক্রিকেট শুরুর উদ্যোগ নিচ্ছে না? ক্রিকেটীয় কর্মকাণ্ড শুরুর বিষয়ে তারা এত নিষ্পৃহ কেন? এরকম সব প্রশ্ন ক্রিকেট বোর্ডকে ঘিরে। যদিও বিসিবি অভিযোগ গায়ে মাখছে না। উল্টো ক্রিকেট শুরু না হওয়ার দায় তারা চাপাচ্ছে ক্রিকেটারদের ওপরই! তাও আবার যে সে ক্রিকেটার নয়।


দায়টা দেওয়া হচ্ছে বাংলাদেশের ‘মোস্ট সাকসেসফুল ক্যাপ্টেন’ মাশরাফি বিন মর্তুজাকেও! ভুল শুনছেন না, ঠিকই শুনেছেন। সঙ্গত কারণেই নাম প্রকাশ করতে না চাওয়া বিসিবির এক পরিচালক বলেছেন এমন কথা।


যা বলেছেন, তাতে দায়টা ঠিক মাশরাফির নিজেরও নয়, তার দুর্ভাগ্যের। তিনিসহ আরো কয়েকজন ক্রিকেটার হুট করে করোনা পজিটিভ হওয়াতেই বাংলাদেশের ক্রিকেটে ফেরার দরজা আরো কিছুদিনের জন্য বন্ধ করে দিতে হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। 


তার বক্তব্য হল, ‘আমরা তো ক্রিকেট প্রায় শুরুই করে দিতে যাচ্ছিলাম। মাঠ উইকেট থেকে শুরু করে সব ফ্যাসিলিটিজ ক্রিকেটারদের ব্যবহারের জন্য উপযুক্ত করে তোলা হয়েছিল। আমরা চাচ্ছিলাম অন্তত অনুশীলন শুরু হয়ে যাক।


স্বাস্থ্যবিধি মেনে একা হোক অথবা ছোট ছোট গ্র“পে বিভক্ত হয়ে ছেলেরা এসে অনুশীলন করে যাক। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরের ভেন্যুও আমরা প্রস্তুত করেছিলাম। যাতে ওইসব এলাকার ক্রিকেটাররাও অনুশীলনের সুবিধাটা নিতে পারে। কিন্তু মাশরাফিদের কারণেই তো সেই সুযোগটি বন্ধ করে দিতে হল।’ 


মাশরাফি করোনা পজিটিভ হওয়ার পর বিসিবি কোনো ঝুঁকি নিতে চায়নি বলেই জানিয়েছেন ওই পরিচালক, ‘মাশরাফি পজিটিভ হল। একই সময়ে নাজমুল ইসলাম অপুও। ক্রিকেট শুরু করার মতো অবস্থায় থেকেও আমরা তাই পিছিয়ে যাই।


ক্রিকেটারদের কেউ আক্রান্ত না হলে হয়ত এতদিনে দেখতেন মাঠে অনুশীলন শুরু হয়ে গেছে। কিন্তু আক্রান্ত হয়ে গেল যখন, তখন আর ঝুঁকি নেওয়ার উপায় ছিল না। অনুশীলন শুরু করে দিলে হয়ত আক্রান্ত ক্রিকেটারের সংখ্যা আরো বাড়তেও পারতো। তাই আমরা ঠিক করলাম, আরো কিছুদিন যাক।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball