promotional_ad

বল নয়, শেফিল্ড শিল্ডে প্রয়োজন উইকেটের পরিবর্তন!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গত সপ্তাহে ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষণা দিয়েছে, ২০২০-২১ মৌসুমে ঘরোয়া লিগ শেফিল্ড শিল্ডে ডিউক বলের পরিবর্তে কুকাবুরা বল ব্যবহারের। ঘরের মাঠে স্পিন বোলিংকে উৎসাহ দিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন অস্ট্রেলিয়ার প্রসিদ্ধ স্পিন বোলিং পরামর্শক ক্রেইগ হাওয়ার্ড।


তাঁর মতে, বল পরিবর্তন করে সমাধানে আসতে পারবে না অস্ট্রেলিয়া। নীতিনির্ধারকদের ঘরোয়া ক্রিকেটের উইকেটে স্পিন বোলারদের উৎসাহ এবং উন্নতির জন্য গুরুত্ব দিতে হবে বলে মনে করছেন তিনি। 


promotional_ad

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে হাওয়ার্ড জানিয়েছেন, স্পিন সহায়ক উইকেট তৈরির মাধ্যমে মিচেল সোয়েপসন, অ্যাস্টন অ্যাগার, অ্যাডাম জাম্পা, লয়েড পোপ এবং ভিক্টোরিয়ার তরুণ উইল পার্কারদের আরও উন্নতি করানো সম্ভব।


হাওয়ার্ড বলেন, 'আপনি যদি অ্যাডিলেড ওভালের উদাহরণ দেন, একজন ফ্রন্টলাইন স্পিনারের দৃষ্টিকোণ থেকে তাহলে দেখবেন যে আমাদের ১০০ ওভারের মধ্যে মাত্র ৩টি ওভার করা হতো ফ্রন্টলাইন স্পিনার দ্বারা। তবে আপনি যদি টেস্ট ম্যাচ বিবেচনা করেন তাহলে দেখবেন অ্যাডিলেড ওভালে শেষ যে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ভারতের বিপক্ষে ২০১৮ সালে, সেখানে ৪১ শতাংশ ওভার বোলিং করেছিল স্পিনাররা। এখানে অবশ্যই কিছু উদ্বেগের ব্যাপার রয়েছে।'


'আমি কয়েকজনকে চিনি যারা বিভিন্ন রকমের বুদ্ধি দিচ্ছে কিভাবে এগিয়ে যাওয়া যায়। অবশ্যই এটাকে উপযুক্ত হতে হবে যেন সকলেই উৎসাহিত হয়। কিন্তু মনে হয় না হবে, কারণ বিষয়টা এমন না যে শুধু স্পিন বান্ধব উইকেট বানালেই হবে। আমাদেরকে তো পেস বোলিং এবং সুইংয়ের বিপক্ষেও খেলতে হয়। সেটার প্রস্তুতিও নিতে হবে।' আরও যোগ করেন তিনি।


অ্যাশেজের প্রস্তুতি নিতে ২০১৬-১৭ মৌসুমে শেফিল্ড শিল্ডে ডিউক বলের ব্যবহার শুরু করে অস্ট্রেলিয়া। যার ফলাফল ২০১৯ অ্যাশেজে গিয়ে পেয়েছে টিম পেইনের দল।


২০০১ সালের পর ইংল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো অ্যাশেজ শিরোপা ধরে রাখতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। ৫ ম্যাচের সিরিজ ২-২ ব্যবধানে সিরিজ ড্র হয়। তবে এর আগের অ্যাশেজ অস্ট্রেলিয়া জেতায় অ্যাশেজের শিরোপা ধরে রাখে পেইনবাহিনী।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball