promotional_ad

বেয়ারস্টোর দরজা এখনও খোলা: স্মিথ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য উইকেটরক্ষক-ব্যাটসম্যান জনি বেয়ারস্টো এবং অলরাউন্ডার মঈন আলীকে বাদ দিয়ে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে জনি বেয়ারস্টোর টেস্ট সিরিজে ঢোকার সম্ভাবনা শেষ হয়ে যায়নি বলে জানিয়েছে ইসিবি। তাঁকে এখনও পরিকল্পনায় রাখা হয়েছে।


সম্প্রতি দলের প্রধান নির্বাচক এড স্মিথ এমনটাই জানিয়েছেন।


promotional_ad

স্মিথ বলেন, 'জনি নিঃসন্দেহে সব ফরম্যাটের জন্যই একজন খুব ভাল ক্রিকেটার এবং তাঁর জন্য দরজা কখনোই বন্ধ হবে না। টেস্ট ক্রিকেটে তিনি কী করতে পারেন সে সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা রয়েছে। ও বেশ মেধাবী খেলোয়াড় এবং ইংল্যান্ডের হয়ে বেশ কিছু দুর্দান্ত ইনিংস খেলেছেন। তা ভুলে যাওয়ার সুযোগ নেই।'


২০১২ সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই লর্ডসে অভিষেক হয়েছিলেন জনি বেয়ারস্টো। ইংল্যান্ডের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছিলেন গেল বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ৭০টি টেস্ট খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ৩৪.৭৪ গড়ে তুলেছেন ৪০৩০ রান।


ইংল্যান্ড স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারন, জোফরা আর্চার, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, রোরি বার্নস, জস বাটলার (উইকেটরক্ষক), জ্যাক ক্রলি, জো ডেনলি, ওলি পোপ, ডম সিবলি, ক্রিস ওকস, মার্ক উড।


রিজার্ভ দল: জেমস ব্রেসি, স্যাম কারেন, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, ‍ওলি রবিনসন ও ওলি স্টোন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball