মঈন-বেয়ারস্টোকে ছাড়াই ইংল্যান্ড দল ঘোষণা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলে জায়গা হয়নি উইকেটরক্ষক-ব্যাটসম্যান জনি বেয়ারস্টা এবং অলরাউন্ডার মঈন আলীর।
গত বছর অ্যাশেজে ব্যাট হাতে প্রায় নিষ্প্রভ ছিলেন বেয়ারস্টো। এর ফলে নিউজিল্যান্ড সফরের দল থেকে বাদ পড়েছিলেন তিনি। এ ছাড়া অধারাবাহিক ফর্মের কারণে ক্যারিবীয়দের বিপক্ষে জায়গা হয়নি মঈনেরও।
অ্যাশেজ সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করা জ্যাক লিচেরও জায়গা হয়নি ইংল্যান্ডের স্কোয়াডে। স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন ডমেনিক বেস। অভিজ্ঞ এই দুজনের বদলে ৪ টেস্ট খেলা বেসের উপরই আস্থা রেখেছেন ইংলিশ নির্বাচকরা।

প্রথম টেস্টে ইংলিশদের নেতৃ্ত্ব দেবেন বেন স্টোকস। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য ছুটি নিয়েছেন নিয়মিত অধিনায়ক জো রুট। এর ফলে প্রথমবারের মতো ইংল্যান্ডকে নেতৃত্ব দিতে দেখা যাবে স্টোকসকে।
আগামী ০৮ জুলাই, সাউদ্যাম্পটনের রোজ বোলে তিন টেস্ট সিরিজে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর এই টেস্ট দিয়ে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট।
১৩ সদস্যের মূল দলের সঙ্গে ৯ সদস্যের রিজার্ভ দল ঘোষণা করেছে ইসিবি। মূল দলের কেউ অসুস্থ হলে রিজার্ভ থাকা ক্রিকেটারদের খেলাতে পারবে দলটি।
ইংল্যান্ড স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারন, জোফরা আর্চার, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, রোরি বার্নস, জস বাটলার (উইকেটরক্ষক), জ্যাক ক্রলি, জো ডেনলি, ওলি পোপ, ডম সিবলি, ক্রিস ওকস, মার্ক উড।
রিজার্ভ দল: জেমস ব্রেসি, স্যাম কারেন, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, ওলি রবিনসন ও ওলি স্টোন।