কোহলি নয়, মিয়াঁদাদ -ইনজামামদের সঙ্গে তুলনা চান বাবর

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রায়ই ভারতের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হয় বাবর আজমকে। যদিও তা পছন্দ নয় বাবরের। ভারতীয় ক্রিকেটারের সঙ্গে তুলনায় না গিয়ে নিজ দেশের কিংবদন্তি ক্রিকেটারদের সঙ্গে তুলনা হওয়া এর থেকে ভালো, এমনটা মনে করছেন খোদ বাবর!
বাবরের ওয়ানডে ও টি-টোয়েন্টি ব্যাটিং গড় ৫০ এর বেশি। এমনকি কোহলির চেয়ে অনেক কম ম্যাচ খেললেও টেস্টে তাঁর গড় ৪৫-এর বেশি। এ কারণেই কোহলির মতো ক্রিকেটারের সঙ্গে নিয়মিতই তুলনা চলে তাঁর।

২৫ বছর বয়সী বাবর এ নিয়ে বলেন, 'আপনি যদি আমাকে কারো সাথে তুলনা করতে চান তাহলে আমি পাকিস্তানি ক্রিকেটারদের সাথে তুলনা হতে চাইব, বিরাট কোহলির সাথে না।
জাভেদ মিয়াঁদাদ, ইউনিস খান, ইনজামাম উল হকের মতো কিংবদন্তি ক্রিকেটার আছে আমাদের। আপনি যদি আমাকে এসব কিংবদন্তির সঙ্গে তুলনা করেন তাহলে আমি আরও গর্ব করতে পারি।'
গত জুনে করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় ইংল্যান্ড সফরের টিকিট সহজেই পেয়ে গেছেন বাবর। ইংল্যান্ডে পৌঁছে দলের সঙ্গে ঐচ্ছিক অনুশীলনও সেরে নেন তিনি।
আগামি আগস্ট-সেপ্টেম্বরে তিন ম্যাচের সিরিজ খেলবে ইংল্যান্ড ও পাকিস্তান। এ ছাড়াও পাকিস্তানের এই সফরে থাকছে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ, যেখানে প্রথমবারের মতো পাকিস্তানের নেতৃত্ব দেবেন বাবর।