promotional_ad

ইংল্যান্ডের মাটিতে ট্রিপল সেঞ্চুরির লক্ষ্য বাবরের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


তিনটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ইংল্যান্ডে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তানের সাম্প্রতিক সময়ের সেরা ব্যাটসম্যান এবং টেস্ট অধিনায়ক বাবর আজম তিন ম্যাচের টেস্ট সিরিজের সময় ইংল্যান্ডের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি করার লক্ষ্য নির্ধারণ করেছেন। সেই সঙ্গে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী তিনি।


সম্প্রতি কোয়ারেন্টনে থাকা অবস্থায় টেলি কনফারেন্সে এমনটাই মন্তব্য করেন এই ব্যাটসম্যান।


promotional_ad

বাবর বলেন, ‘যখন আপনি সেঞ্চুরি করেন আপনি স্বাভাবিকভাবেই সেটাকে ডাবল বা ট্রিপল সেঞ্চুরিতে রূপ দিতে চান। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে আমি এটাই করতে চাই। আমি আমার স্বভাবজাত ক্রিকেট খেলতে পছন্দ করি তবে আমার শট সিলেকশন নির্ভর করে কন্ডিশন ও বোলারের ওপর।’


‘আমরা আমাদের আগের ইংল্যান্ড সফরে ভালো খেলেছিলাম। সে কারনেই এই সিরিজের দিকে আমরা তাকিয়ে আছি। আমরা আমাদের ফোকাস টেস্ট সিরিজ জয়েই রেখেছি, এটাই আমাদের প্রথম লক্ষ্য।’


হোম ভেন্যু হবার কারণে ইংল্যান্ড একটু সুবিধা বেশি পেলেও নিজেদের বোলারদের উপর আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে এই টেস্ট দলপতির। ইংল্যান্ডের 'ভঙ্গুর' টপঅর্ডারকে কাজে লাগিয়ে জয় পেতে উদগ্রীব হয়ে আছেন বাবর।


এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইংল্যান্ড ঘরের মাঠে কিছু সুবিধা পাবে। তবে আমাদের বোলাররা তাদের ব্যাটসম্যানদের কঠিন সময় উপহার দেবে। আমরা তাদের ভঙ্গুর টপ অর্ডারকে লক্ষ্য বানাবো। মোহাম্মদ আব্বাস অভিজ্ঞ পেসার। সাথে তরুণ নাসিম শাহ ও শাহীন শাহ আফ্রিদি অমিত প্রতিভাধর। আমাদের বোলারদের কাছে আমাদের উচ্চ আকাঙ্ক্ষা আছে।’


উল্লেখ্য এখন পর্যন্ত কোনো এশিয়ান ব্যাটসম্যান ইংল্যান্ডের মাটিতে ট্রিপল সেঞ্চুরি করতে পারেননি।  আর এ যাবৎ সর্বমোট ৩১টি ট্রিপল সেঞ্চুরির ভেতর মাত্র ৭টি হয়েছে ইংল্যান্ডে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball