promotional_ad

পুরোনো ঠিকানায় ফিরতে ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়ছেন ফুলটন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নিউজিল্যান্ডের ব্যাটিং কোচের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন পিটার ফুলটন। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর এই দায়িত্ব কাঁধে নিয়েছিলেন তিনি। দেশটির প্রথম শ্রেণীর দল কেন্টারবেরির প্রধান কোচের দায়িত্ব নিতেই জাতীয় দলের দায়িত্ব ছাড়ছেন সাবেক এই কিউই ক্রিকেটার। 


ইংল্যান্ড বিশ্বকাপের পর নিউজিল্যান্ড দলে গ্রেগ ম্যাকমিলানের স্থলাভিষিক্ত হন ফুলটন। এরপর ঘরের মাঠে শ্রীলংকা এবং অস্ট্রেলিয়া সিরিজে দলের সঙ্গে কাজ করেছেন তিনি। এছাড়া ইংল্যান্ড এবং ভারত সফরেও দায়িত্বরত ছিলেন সাবেক এই ডানহাতি ব্যাটসম্যান। 


promotional_ad

পহেলা আগস্ট থেকে নতুন দায়িত্ব কাঁধে নেবেন ফুলটন। খেলোয়াড়ি জীবনে কেন্টাবেরির হয়ে ১৬ মৌসুম এবং ৩১৫টি ম্যাচ খেলেছেন তিনি। এবার কোচ হিসেবে পুরোনো ঠিকানায় ফিরতে যাচ্ছেন দেশের হয়ে ২৩ টেস্ট খেলা এই ক্রিকেটার।


দায়িত্ব ছাড়ার আগে অবশ্য নিউজিল্যান্ড দলের সঙ্গে কাজ করবেন ফুলটন। ১৩জুলাই থেকে ক্যাম্প শুরু করবেন কেন উইলিয়ামসন-টিম সাউদিরা। এটাই ব্যাটিং কোচ হিসেবে তার শেষ অ্যাসাইনমেন্ট। 


নিউজিল্যান্ড ক্রিকেটের এক বিবৃতিতে ফুলটন বলেন, 'জাতীয় দলের সঙ্গে কাজ করাটা অনেক সম্মানের বিষয় ছিল। প্রত্যেক খেলোয়াড় এবং কোচিং স্টাফকে ধন্যবাদ দিতে চাই। ক্যানটারবেরি আমাকে প্রধান কোচ হতে এবং আমার খেলাটিকে উন্নয়নের জন্য বড় ভূমিকা রাখবে।' 


'পরিবারের সঙ্গে সময়ের দেয়ার জন্য আরও বেশি সময় পাবো। সেই সঙ্গে কেন্টাবেরি আমার ঘর, এটা আমাকে আরও উৎসাহী করেছে এই পদে কাজ করার জন্য। চুক্তির এখনও এক মাস আছে। আসন্ন শীতের ক্যাম্পে দলের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।' আরও যোগ করেন এই কিউই।


২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন ফুলটন। ২৩টি টেস্টের পাশাপাশি ৪৯টি ওয়ানডে এবং ১২টি টি-টোয়েন্টিতে ব্ল্যাক ক্যাপ্সদের প্রতিনিধিত্বও করেছেন সাবেক এই ডানহাতি ব্যাটসম্যান। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball