পুরোনো ঠিকানায় ফিরতে ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়ছেন ফুলটন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের ব্যাটিং কোচের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন পিটার ফুলটন। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর এই দায়িত্ব কাঁধে নিয়েছিলেন তিনি। দেশটির প্রথম শ্রেণীর দল কেন্টারবেরির প্রধান কোচের দায়িত্ব নিতেই জাতীয় দলের দায়িত্ব ছাড়ছেন সাবেক এই কিউই ক্রিকেটার।
ইংল্যান্ড বিশ্বকাপের পর নিউজিল্যান্ড দলে গ্রেগ ম্যাকমিলানের স্থলাভিষিক্ত হন ফুলটন। এরপর ঘরের মাঠে শ্রীলংকা এবং অস্ট্রেলিয়া সিরিজে দলের সঙ্গে কাজ করেছেন তিনি। এছাড়া ইংল্যান্ড এবং ভারত সফরেও দায়িত্বরত ছিলেন সাবেক এই ডানহাতি ব্যাটসম্যান।

পহেলা আগস্ট থেকে নতুন দায়িত্ব কাঁধে নেবেন ফুলটন। খেলোয়াড়ি জীবনে কেন্টাবেরির হয়ে ১৬ মৌসুম এবং ৩১৫টি ম্যাচ খেলেছেন তিনি। এবার কোচ হিসেবে পুরোনো ঠিকানায় ফিরতে যাচ্ছেন দেশের হয়ে ২৩ টেস্ট খেলা এই ক্রিকেটার।
দায়িত্ব ছাড়ার আগে অবশ্য নিউজিল্যান্ড দলের সঙ্গে কাজ করবেন ফুলটন। ১৩জুলাই থেকে ক্যাম্প শুরু করবেন কেন উইলিয়ামসন-টিম সাউদিরা। এটাই ব্যাটিং কোচ হিসেবে তার শেষ অ্যাসাইনমেন্ট।
নিউজিল্যান্ড ক্রিকেটের এক বিবৃতিতে ফুলটন বলেন, 'জাতীয় দলের সঙ্গে কাজ করাটা অনেক সম্মানের বিষয় ছিল। প্রত্যেক খেলোয়াড় এবং কোচিং স্টাফকে ধন্যবাদ দিতে চাই। ক্যানটারবেরি আমাকে প্রধান কোচ হতে এবং আমার খেলাটিকে উন্নয়নের জন্য বড় ভূমিকা রাখবে।'
'পরিবারের সঙ্গে সময়ের দেয়ার জন্য আরও বেশি সময় পাবো। সেই সঙ্গে কেন্টাবেরি আমার ঘর, এটা আমাকে আরও উৎসাহী করেছে এই পদে কাজ করার জন্য। চুক্তির এখনও এক মাস আছে। আসন্ন শীতের ক্যাম্পে দলের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।' আরও যোগ করেন এই কিউই।
২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন ফুলটন। ২৩টি টেস্টের পাশাপাশি ৪৯টি ওয়ানডে এবং ১২টি টি-টোয়েন্টিতে ব্ল্যাক ক্যাপ্সদের প্রতিনিধিত্বও করেছেন সাবেক এই ডানহাতি ব্যাটসম্যান।