promotional_ad

মাঠে ফিরতে মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেল সিএসএ

ছবিঃ গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনার মহামারী পাশে রেখে বেশ কিছু দেশের ক্রিকেটাররা ইতোমধ্যেই নেমে গেছে অনুশীলনে। শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক সিরিজও। সবার দেখাদেখি ক্রিকেটে ফিরতে চেয়েছিল দক্ষিণ আফ্রিকাও। তিন দলের ম্যাচ নামক নতুন এক ধরণের ক্রিকেট দিয়ে ফিরতে চেয়েছিল তাঁরা। কিন্তু করোনা পরিস্থিতিতে ভেস্তে যায় তাদের সেই চাওয়া। ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশ না থাকায় ক্রিকেটে ফেরা হয়ে উঠেনি তাদের।


তবে অবশেষে কাটতে যাচ্ছে প্রোটিয়া ক্রিকেটারদের দুঃসময়। ক্রিকেটারদের মাঠে ফেরাতে মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। আগামী বৃহস্পতিবার মাঠে ফেরার পরিকল্পনা করতে বৈঠক করতে যাচ্ছে সিএসএ।


promotional_ad

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক সংবাদের মাধ্যমে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া গিয়েছে।


সভাতে জাতীয় পুরুষ ও মহিলা দলকে আবারও ফিরিয়ে আনার ব্যপারে আলোচনা করা হবে। সেই সঙ্গে থ্রি টি ম্যাচের জন্য নতুন তারিখ সেই সভাতে নির্ধারণ করা হবে বলে জানা গিয়েছে, যেটা কিনা কিছুদিন আগে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল।


তবে বোর্ডের একটি সূত্র অনুযায়ী থ্রি টি ম্যাচের সময় পুনরায় নির্ধারণের আগে খেলোয়াড়দের কমপক্ষে সাত দিনের প্রশিক্ষণ নিতে হবে। এর অর্থ হ'ল আপাতত সিএসএ সর্বোচ্চ অগ্রাধিকার দিবে জাতীয় খেলোয়াড়দের যারা গেল তিন মাস ধরে ক্রিকেটের বাইরে ছিলেন।


মার্চের ১৫ তারিখে দক্ষিণ আফ্রিকায় সকল ধরণের ক্রিকেট বন্ধ করে দেয়া হয়েছিল। ২৭ মার্চ থেকে কড়া লকডাউন চলছিল দেশটিতে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball