promotional_ad

বিসিবির করোনা অ্যাপ নিয়ে ধোঁয়াশায় যুব এবং নারী দলের ক্রিকেটাররা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


করোনার প্রভাব পরেছে দেশের ক্রীড়াঙ্গনেও। আক্রান্ত হয়েছেন মাশরাফি বিন মর্তুজা, নাজমুল ইসলাম অপু সহ আরও কয়েকজন। তাই চুক্তিভুক্ত ক্রিকেটারদের একটি অ্যাপের আওতায় এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার সাহায্যে জানা যাবে খেলোয়াড়দের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা। 


কভিড-১৯ ওয়েল বিয়িং নামের এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন চুক্তিবদ্ধ সহ জাতীয় দলের আশপাশে থাকা ৩০-৩৫জন ক্রিকেটার। এছাড়া নারী দল এবং অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররাও এটি ব্যবহার করতে পারবে বলে আগেই জানিয়েছিল বিসিবি। 


কারোনাকালে ক্রিকেটারদের স্বাস্থ্যগত বিষয়ের প্রতিদিনের আপডেট জানতে ২৫ জুন থেকে চালু হয়েছে এই অ্যাপ। ইতোমধ্যে জাতীয় দলের ক্রিকেটাররা এটি ব্যবহারও করছেন। তবে এই অ্যাপের বিষয়ে এখনও অন্ধকারে আছেন নারী দল এবং অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা।
 
যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী জানালেন, এই অ্যাপের বিষয়ে তিনি শুনেছেন। তবে এর আওতায় এখনও আসেননি। ক্রিকফ্রেঞ্জিকে আকবর বলেন, 'অ্যাপের ব্যাপারে শুনেছি। তবে আমাদেরকে এর আওতায় এখনও আনা হয়নি।' 
 
যুব দলের ওপেনার পারভেজ হোসেন ঈমন অ্যাপের বিষয়ে এখনও কিছু জানেনই না। ঈমনের ভাষ্যমতে, 'না, এখনও তো কিছু জানায়নি আমাদের। আমি নিশ্চিত কিছু বলতে পারছি না আসলে।'


স্পিনার হাসান মুরাদ অবশ্য জানালেন একটু ভিন্ন কথা। নাম এবং ইমেইল নাম্বার নেয়া হয়েছে তার থেকে। তবে সতীর্থদের মতো তিনিও এই অ্যাপের আওতায় নেই। মুরাদ বলেন, 'আমি শুনেছি এই ব্যাপারে। ইমেইল, ফোন নাম্বার নিয়েছে। তবে এখনও অ্যাপের আওতায় আনেনি আমাদের।' 



promotional_ad

জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং পেসার জাহানারা আলমও শোনালেন একই কথা। অ্যাপের ব্যাপারে শুনলেও এখনও এর আওতায় আসেননি বলেও জানান তিনি। 


ক্রিকফ্রেঞ্জিকে জাহানারা বলেন, 'আমি শুনেছি এই অ্যাপের ব্যাপারে। তবে এখনও এর আওতায় আসিনি। বিসিবি সম্ভবত ছেলেদের দিয়ে আগে শুরু করবে এরপর আমাদের এবং যুব দলের ক্রিকেটারদের আনবে। তখন বুঝতে পারবো পুরোপুরি।'


নারী ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদও শোনালেন একই কথা। তিনি বলেন, 'অ্যাপের ব্যাপারে শুনেছি কয়েকদিন আগেই। খুব সম্ভবত বিসিবির চিকিৎসক দেবাশীষ দা এই অ্যাপ চালু করার পরামর্শ দিয়েছেন। যেন আমাদের খোঁজ খবর রাখা যেতে পারে। তবে আমরা এখনও এর আওতায় আসিনি। বিসিবি এখনও আমাদেরকে এই অ্যাপটি দেয়নি।'


নারী এবং যুব দলের ক্রিকেটাররা অ্যাপের আওতায় না এলেও জাতীয় দলের পেসার আবু জায়েদ রাহি জানিয়েছেন এর কার্যকারীতা সম্পর্কে। সেই সঙ্গে বিসিবির এই উদ্যোগের প্রশংসাও করেছেন তিনি। প্রতিদিনই তিনি নিজের স্বাস্থ্যের আপডেট বিসিবিকে দিয়ে যাচ্ছেন এই পেসার। সেই সঙ্গে নিজেও জানতে পারছেন। 


শরীরের কী অবস্থা, করোনার কোনো লক্ষণ আছে কীনা সব তথ্যই এই অ্যাপ তাকে দিচ্ছে। সারাবাংলাকে রাহি বলেন, আমার মনে হয় এটা খুবই ভালো একটা পদক্ষেপ। কারণ দেশের করোনার যে পরিস্থিতি তাতে আমরা সবাই আতঙ্কের মধ্যে আছি। করোনার প্রথম দিকে ক্রিকেট প্লেয়াররা খুব বেশি আক্রান্ত ছিল না। ইংল্যান্ড ও অন্যান্য দেশে ফুটবল প্লেয়াররাই বেশি আক্রান্ত ছিল। এখন কিন্তু ক্রিকেট প্লেয়াররাও আক্রান্ত হচ্ছে। তো আমাদেরও ভয় বেড়েছে। সেই বিবেচনায় এটা আমাদের জন্য খুবই ভালো একটি পদক্ষেপ। আমাদের কিছু হলে আগেভাগেই জানাতে পারছি।’



‘প্রতিদিন সকাল ৮টর সময় এটা পাই। ৮টা প্রশ্নের যে ফর্মটা আছে ওইটা পূরণ করি এরপর পাঠিয়ে দেই। আমার বিশ্বাস এটা আমাদের কারোরই খারাপ লাগছে না। আমার কাছে যেটা হচ্ছে এটা আমাদের জন্য খুবই সময়োপযোগী একটি পদক্ষেপ। এর মাধ্যমে আমরা যেমন নিরাপদে থাকতে পারব তেমনি আমাদের ম্যানেজমেন্টও বুঝতে পারবে আমরা কে কী অবস্থায় আছি।’-যোগ করেন রাহি।


বিসিবির এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) ম্যানেজার নাসির আহমেদ ধারণা দিয়েছেন অ্যাপটি সম্পর্কে। তিনি বলেন, 'এতে আমরা ১৮টি প্রশ্ন রেখেছি। বেশির ভাগই কোভিডের উপসর্গবিষয়ক। কে কতক্ষণ ঘুমিয়েছে, জ্বর বা গায়ে ব্যথা আছে কি না, পাতলা পায়খানা হচ্ছে কি না, কোভিড ১৯ রোগীর সংস্পর্শে এসেছে কি না, মানসিক অবস্থা কেমন ইত্যাদি তথ্য খেলোয়াড়েরা এখানে দেবে। প্রতিদিন তারা তথ্যগুলো জানাবে। তাদের উত্তরের ওপর লাল, নীল, হলুদ চিহ্নিত করা হবে। অ্যাপটাই স্বয়ংক্রিয়ভাবে জানিয়ে দেবে কে কোন জোনে পড়েছে। এরপর মেডিকেল বিভাগ বাকিটা দেখবে।'


তিনি আরও বলেন, 'ক্রিকেটারদের জনে জনে ফোন করে প্রতিদিন খোঁজ নেওয়াটা খুব কঠিন ব্যাপার হতো। অ্যাপের মাধ্যমে সেটি খুব সহজেই করতে পারব আমরা। ক্রিকেটাররা নিজেদের ফোনে এই অ্যাপ ব্যবহার করবে। সেখানে একটি প্রশ্নপত্র থাকবে ওদের জন্য। ওরা এর জবাব দেবে প্রথমে। তারপর প্রতিদিন সকালে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে নিজেদের অবস্থা ওরা জানাবে। যা করতে সর্বোচ্চ ৩০-৪০ সেকেন্ড লাগবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball