বাংলাদেশ সিরিজের আত্মবিশ্বাস নিয়ে ইংল্যান্ড যাচ্ছে পাকিস্তান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিরাপত্তাজনিত সব শঙ্কা পেছনে ফেলে এ বছর ৩ ধাপে পাকিস্তান সফর করতে রাজি হয়েছিল বাংলাদেশ। তবে সিরিজের প্রথম দুই ধাপ অনুষ্ঠিত হলেও, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থগিত হয়ে যায় এপ্রিলে অনুষ্ঠিতব্য শেষ ভাগের একটি টেস্ট এবং একটি ওয়ানডে। যদিও প্রথম দুই ধাপে স্বাগতিক পাকিস্তানের কাছে হতাশায় ডুবতে হয়েছিল টাইগারদের। টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ এবং টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল মুমিনুল হকের দল।
এই সিরিজের পর লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি পাকিস্তান। তবে করোনার এই পরিস্থিতির মাঝেই ইংল্যান্ড সফরে যাচ্ছে দলটি। সবকিছু ঠিক থাকলে রবিবার ইংল্যান্ডের বিমান ধরবে আজহার আলী-বাবর আজমরা। আর আসন্ন এই সফরে দলটিকে আত্মবিশ্বাস দিচ্ছে সর্বশেষ বাংলাদেশের সিরিজের পারফরম্যান্স।
ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত রাওয়ালপিন্ডি টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন বাবর আজম এবং শান মাসুদ। হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন আসাদ শফিক এবং হারিস সোহেল। এছাড়া হ্যাটট্রিক তুলে নিয়েছিলেন ১৬ বছর বয়সী নাসিম শাহ।

টেস্ট অধিনায়ক আজহার আলী বিশ্বাস করেন, বাংলাদেশ সিরিজে ব্যাটসম্যানরা যে আত্মবিশ্বাস পেয়েছিল তা এখনও আছে। যা ইংল্যান্ড সফরে দলকে ভালো করতে সাহায্য করবে। এছাড়া সর্বশেষ ইংল্যান্ড সফরের পারফরম্যান্সও ইতিবাচক থাকতে সাহায্য করছে তাঁকে।
আজহার বলেন, 'ইংল্যান্ডের কন্ডিশনে ব্যাটিং সহজ নয়। তবে সর্বশেষ সফরে আমরা ভালো করেছিলাম। এছাড়া ঘরের মাঠে আমরা সর্বশেষ টেস্ট খেলেছি (বাংলাদেশের বিপক্ষে)। ব্যাটসম্যানরা সেখানে সেঞ্চুরিও পেয়েছে।'
'যা তাঁদের আত্মবিশ্বাস দিয়েছে। আমার বিশ্বাস সেই আত্মবিশ্বাস এখনও আছে। তাই ইংল্যান্ডে খালি হাতে যাচ্ছি না। সেখানে ৩০০'র ওপর স্কোর করতে পারলে ভালো অবস্থানে থাকবো। টেস্ট সিরিজে ভালো করার ব্যাপারে আশাবাদী আমি।' আরও যোগ করেন এই টেস্ট অধিনায়ক।
রবিবার ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে পাকিস্তান। আসন্ন সফরের জন্য ২৯ জনের দল ঘোষণা করলেও বাঁধা হয়ে দাঁড়ায় করোনাভাইরাস। করোনা পরীক্ষায় পজিটিভ আসেন স্কোয়াডের ১০ ক্রিকেটার। তবে দ্বিতীয় পরীক্ষায় এই ১০ জনের ৬ জন নেগেটিভ আসায় ২৯জনের জনের পরিবর্তে ২০জনের স্কোয়াড নিয়ে ইংল্যান্ড সফরে যাচ্ছে পাকিস্তান।
পাকিস্তানের স্কোয়াড: আবিদ আলী, ইমাম-উল-হক, শান মাসুদ, আজাহার আলী (টেস্ট অধিনায়ক), বাবর আজম (টেস্ট সহ-অধিনায়ক এবং টি-টোয়েন্টি অধিনায়ক), আসাদ শফিক, ফাওয়াদ আলম, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, সরফরাজ আহমেদ, ফাহিম আশরাফ, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, সোহেল খান, উসমান শিনওয়ারী, ইমাদ ওয়াসিম, ইয়াসির শাহ, মুসা খান, রোহেল নাজির।