রবিবার ইংল্যান্ডে পা রাখবে পাকিস্তান দল

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মাঝেই ক্রিকেটে ফিরতে রাজি হয়েছে পাকিস্তান। তিনটি টেস্ট এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে রবিবার ইংল্যান্ডের মাটিতে পা রাখবে তারা।


ইংল্যান্ডে পৌঁছে ১৪ দিন আইসোলেশনে থাকবে পাকিস্তান দল। এরপর নিজেদের মধ্যে  ৪ দিনের দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরই মধ্যে পাকিস্তানের ইংল্যান্ড সফরের বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।


promotional_ad

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসিবি জানিয়েছে, 'তারা (পাকিস্তান দল) ১৪ দিন আইসোলেশনে থাকবে ওরচেস্টারশায়ারের ব্ল্যাকফিঞ্চ নিউ রোডে। এরপর ডার্বিশায়ারের দ্য ইনকোরা কাউন্টি গ্রাউন্ডে ১৩ জুলাই তাদেরকে নিয়ে যাওয়া হবে প্রস্তুতির জন্য। প্রস্তুতির অংশ হিসেবে দুটি চারদিনের ম্যাচ খেলবে তারা।'


রবিবারের সফরের আগে কভিড-১৯ পরীক্ষা দিতে হবে পাকিস্তান ক্রিকেটারদের বলে জানিয়েছে ইসিবি। এই প্রসঙ্গে তারা লিখেছে, 'সফরের প্রত্যেক সদস্যকে পরীক্ষা করে দেখা হবে। যাদের কভিড-১৯ পজিটিভ আসবে তাঁদেরকে রবিবারের দলটির সঙ্গে সফরের অনুমতি প্রদান করা হবে না।'


পাকিস্তানের ইংল্যান্ড সফর চূড়ান্ত হলেও এখন পর্যন্ত সিরিজের সূচি প্রকাশ করেনি ইসিবি। কয়েকদিন আগে সফরটিকে সামনে রেখে ২৯ সদস্যের স্কোয়াডও ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু এরপরেই করোনা পরীক্ষায় ১০ জন ক্রিকেটারের পজেটিভ প্রমাণিত হন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball