১৬ বছর পর অস্ট্রেলিয়া যেতে মুখিয়ে আছে জিম্বাবুয়ে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে জিম্বাবুয়ে সফর বাতিল করেছে ভারত। জুলাই-আগস্টে আফগানিস্তানকে আতিথ্য দেয়ার কথা রয়েছে দেশটির। এরপর এক দশকেরও বেশি সময় পর অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ব্রেন্ডন টেলর-শন আরভিনদের।
জিম্বাবুয়ের সীমিত ওভারের অধিনায়ক চামু চিবাবা আশাবাদী, করোনাভাইরাস বাঁধা হয়ে দাঁড়াবে না অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান সিরিজে। সর্বশেষ ২০০৪ সালে ত্রিদেশীয় সিরিজে অজিদের মাটিতে খেলেছিল দলটি।

তাই ১৬ বছর পর অস্ট্রেলিয়া সফর করতে মুখিয়ে আছে পুরো জিম্বাবুয়ে। এছাড়া এই সফরের আগে ঘরের মাঠে আফগানদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা তাদের।
চিবাবা বলেন, 'করোনার কারণে আমরা এখনও নিশ্চিত না সিরিজ দুটি হচ্ছে কিনা। তবে খেলতে পারলে অবশ্যই ভালো লাগবে। আফগানিস্তান আসছে সিরিজ খেলতে, এরপর আমরা অস্ট্রেলিয়া যাবো। লম্বা সময় ধরে সেখানে খেলি না। বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলতে অবশ্যই ভালো লাগে।'
'আপনি কোথায় দাঁড়িয়ে আছেন সেটা সম্পর্কের স্পষ্ট ধারণা পেতে পারবেন। তাদের বিপক্ষে অতীতে অনেকবার খেলেছি। টি-টোয়েন্টি বিশ্বকাপে অজিদের হারানোর অভিজ্ঞতাও আছে আমাদের। তাই অস্ট্রেলিয়া সফর হলে জিম্বাবুয়ের ক্রিকেটের জন্য অনেক বড় একটি ব্যাপার হবে।' আরও যোগ করেন তিনি।
আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে পারে অস্ট্রেলিয়ায়। ৯ থেকে ১৫ আগস্টের মধ্যে হবে ৩টি ওয়ানডে। সিরিজের প্রথম দুই ম্যাচের ভেন্যু এখনও নির্ধারিত হয়নি। শেষ ওয়ানডের ভেন্যু টাউন্সভিল।