রাভালের স্বস্তির পেছনে বাংলাদেশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৪ বছরের টেস্ট ক্যারিয়ার, মাত্র একটি সেঞ্চুরি। সেটি তাও ঘরের মাঠে, বাংলাদেশের বিপক্ষে। গেল বছর বাংলাদেশের নিউজিল্যান্ড সফরে অভিষেক টেস্ট সেঞ্চুরি পাওয়া জিত রাভাল জানালেন, তাকে বড় মাপের চাপ থেকে মুক্তি দিয়েছিল হ্যামিল্টনে হাঁকানো সেঞ্চুরিটি।
২০১৬ সালে টেস্ট অভিষেক হয় রাভালের। ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটার ক্যারিয়ারের প্রথম ৯ টেস্টে ৭টি হাফ সেঞ্চুরির দেখা পেলেও তিন অংকে পৌঁছাতে পারেননি। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮০ ঘরে গিয়ে উইকেট ছুড়ে দিয়েছেন।

তাই প্রথম সেঞ্চুরি পাওয়ার ক্ষুধা দিনে দিনেই বেড়ে যাচ্ছিলো বাঁহাতি এই ওপেনারের। তবে ২০১৮ সালে পঞ্চাশের ঘরেই যেতে পারেননি এই কিউই। যে কারণে তিনি বাড়তি চাপের মধ্যে ছিলেন।
২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের বিপক্ষে সেই হতাশা দূর করেন রাভাল। ক্যারিয়ারের ১৭তম টেস্টে তুলে নেন প্রথম সেঞ্চুরি। এরপর আবারও সেই একই চিত্র। পরের ৭ টেস্টে নেই কোনো হাফ সেঞ্চুরি।
নিউজিল্যান্ডের হয়ে ২৪ টেস্ট খেলা রাভাল বলেন, 'আমার আশেপাশের মানুষ প্রায়ই জিজ্ঞেস করতো প্রথম সেঞ্চুরি কবে হাকাচ্ছি? এরপর আমি এটা নিয়ে ভাবনায় পরে যেতাম।'
'আসলেই তো এতো ভালো ভালো শুরু পাওয়ার পর সেঞ্চুরি আসছে না।নিজের ওপর তখন অনেক চাপ অনুভব করতে ল???গলাম। বাংলাদেশের বিপক্ষে প্রতিক্ষিত সেই তিন অংকের দেখা পাই অবশেষে। নিজের ওপর খুব গর্ব হয় তখন।' আরও যোগ করেন এই ওপেনার।
দেশের হয়ে ২৪ টেস্টে ১১৪৩ রান করেছেন রাভাল। যেখানে আছে ৭টি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি। ব্যাটিং গড় ৩০ এবং সর্বোচ্চ ব্যকিগত রান ১৩২। টেস্টে একটি উইকেটেরও মালিক তিনি।