বিশ্বকাপ ফাইনালে সুপার ওভার আছে, জানতেনই না টেলর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে সুপার ওভারের পক্ষে নন রস টেলর। ম্যাচ টাই হলে যৌথ চ্যাম্পিয়ন নিয়মের প্রচলন চান এই কিউই। এমনকি ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনাল চলাকালীনও টেলর জানতেন না, ফাইনালে সুপার ওভার আছে!
ইংল্যান্ড বিশ্বকাপে জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরে আসতে হয়েছিল নিউজিল্যান্ডকে। নির্ধারিত ৫০ ওভারের খেলা টাই হলে ম্যাচের ভাগ্য গড়ায় সুপার ওভারে। সেখানেও ভাগ্য সঙ্গ দেয়নি কিউইদের। সুপার ওভারেরও ফলাফল টাই হলে বাউন্ডারির হিসেবে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।

৫০ ওভারে ম্যাচ টাই হওয়ার পর আম্পায়ারদের কাছ থেকে সুপার ওভারের ব্যাপারে জানতে পারেন টেলর। এর এক বছর পর কিউই এই ব্যাটসম্যান জানালেন, তিনি ওয়ানডেতে সুপার ওভারের প্রয়োজন দেখেন না।
ক্রিকজিফকে টেলর বলেন, 'ওয়ানডেতে সুপার ওভারের নিয়ম নিয়ে আমি এখনও দ্বিধাদ্বন্দ্বে আছে। ওয়ানডে ম্যাচ লম্বা সময় ধরে খেলা হয়, টাই হলে এতে সমস্যার কিছু দেখছি না। টি-টোয়েন্টিতে এ নিয়ম থাকতে পারে, যেমনটা ফুটবল সহ অনেক খেলাতেই আছে। কিন্তু ওয়ানডেতে সুপার ওভারের প্রয়োজন দেখছি না। যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা যেতেই পারে।'
'ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও আমি জানতাম না যে সুপার ওভার আছে। আম্পায়ারদের সঙ্গে কুশল বিনিময় করতে গিয়ে তা জানতে পারি। টাই তো টাইই। এটা নিয়ে অনেক মত-দ্বিমত আছে। কিন্তু ওয়ানডেতে ১০০ ওভার খেলার পর টাই হলে এতে খারাপ কিহু দেখছি না।' আরও যোগ করেন নিউজিল্যান্ডের এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের আরও ৩টি ম্যাচের ভাগ্য গড়িয়েছে সুপার ওভারে। ৩টি ম্যাচেই পরাজিত দল হিসেবে মাঠ ছাড়তে হয়েছে কিউইদের। এখন পর্যন্ত মোট ৮বার সুপার খেলেছে নিউজিল্যান্ড, যেখানে মাত্র একটিতে জিতেছে কেন উইলিয়ামসনের দল।